মানবতার পরাজয়.........
লিখেছেন লিখেছেন বিবেকবান ২৯ জানুয়ারি, ২০১৬, ১১:০৯:২৫ রাত
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার!
.................................................................
……………….. মানবতার এক বিভৎসরুপ আজ ফুটে উঠছে বিশ্বের সামনে। সিরিয়ার বিধ্বংস নগরী হতে হাজার হাজার মানব সন্তান একটু নিরাপত্তার জন্য,একটু আশ্রয়ের জন্য ছুটে চলেছে মধ্যপ্রাচ্যের নষ্ট সেকুলার আর রাজতন্ত্রের ধ্বজাবাহীদের সীমানা পেরিয়ে ইউরোপের গণতন্ত্রীদের দ্বারে ।নিজ দেশের মানুষের বুকে যে শাসক গুলি চালাতে পারে তার চেয়ে বড় পাশবিকতা আর কি কিছু হতে পারে?এই সকল মানব সন্তানের মাঝে ৩০% হচ্ছে শিশু।যে শিশুদের আজ মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গেরর মত খেলা করার কথা ছিল তারা আজ নষ্ট সেকুলার ও বৈশ্বিক রাজনীতির দাবার গুটি হয়ে সমাজ সংসার ছাড়া পেছনে পড়ে আছে শুধু তাদের শৈশবের স্মৃতি মাখা দিনগুলি।সিরিয়া তার পরবর্তী প্রজন্ম হারিয়ে ফেলছে আর ইউরোপ তাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে।জাতীয়তাবাদী দল গুলো তাদের অভিবাসীদের দূরে ঢেলে দিতে মরিয়ে।বিশ্ব বিবেকের দরজায় এই আশ্রয়হীন,যুদ্ধবিধবংস দেশের মানবের আর্ত্নচিৎকার কোন প্রভাব ফেলতে পারছে না কারণ এরা যে মুসলিম দেশের মুসলিম নাগরিক।এরা যে ঐ বিশ্ব দানবের সৃষ্ট আইএস নামক বিষফোঁড়ার বেদনায় আক্রান্ত।
.............................. একটি ঐতিহাসিক জনপদ ধ্বংস হল আর কোনদিন তার আদি রুপে ফিরে আসবে না।কিন্তু এই ধ্বংসযজ্ঞের মধ্য থেকে মানবতার যে হাহাকার সেটি সত্যিই বড় নির্মম।দেশীয় ক্ষমতালিপ্সু গোষ্ঠী তাদের নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করলো আর এ সুযোগে নিল প্রাশ্চত্যের দানবেরা তাদের তেল সম্পদ,অস্ত্র বানিজ্য ও ভূরাজনৈতিক কৌশলকে কাজে লাগানোর জন্য।
........................... কত সংগঠন,কত মানবতার গল্প আর কত গণতন্ত্রের মহিমা কৃর্তন সবই ব্যর্থ হয়ে ফিরে যায় শুধু শত মৃতের প্রতীক হয়ে পড়ে রয় আইলানের প্রাণহীন নিথর দেহ,ভেসে চলে স্বপ্নহীন মানবের স্বপ্ন যাত্রা।আর বধির মানবতার কর্ণকুহরে বার বার আর্ত্নচিৎকার করে ফিরে যায় মানবের হাহাকার। আমরা ঠিক কোন পথে,কি দিল এই নষ্ট ক্ষমতালোভীরা,কি দিল আধুনিকতা?শুধুই আনুষ্ঠানিকতা আর সস্তা নীতিবাক্যের ফানুস। কখন জাগবে মানবিক হৃদয়ের মানবিকতা নাকি চলতেই থাকবে ঐ নিষ্পাপ চোখের শিশুদের করুণ চাহুনি আর .........
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
মন্তব্য করতে লগইন করুন