............ আমারা বৃটিশদের কাছ থেকে দাসত্ব শিখেছি কিন্তু শিখিনি মত প্রকাশের স্বাধীনতা......
লিখেছেন লিখেছেন বিবেকবান ২২ অক্টোবর, ২০১৫, ০৪:০১:৪৬ বিকাল
মত প্রকাশের স্বাধীনতার অর্থ খুঁজছি............
কথা বলার বা লেখার স্বাধীনতা ছাড়া শিক্ষা অর্জন মূল্যহীন.........
আমরা খুব ওপেন মাইন্ডেড হতে পছন্দ করি কিন্তু সমস্যা হয় যেই কোন যুক্তি আমাদের বিপক্ষে যায় তখন সেটা ডিলিট করার সকল মেকানিজম ব্যবহার করতে কার্পণ্য করি না.........
হায়রে আমার স্বাধীনতা............
আমদের শিক্ষার মাধ্যমে কোন ইতিবাচক পরিবর্তন না আসার কারণ আমরা স্বাধীন মানুষ নয়। আমারা ক্রমে ক্রমে দাসে পরিণত হচ্ছি।তার কারণঃ
১। কোন আলোচনা না করা আর বির্তক বাবারে যদি আমি আমার বিশ্বাস হতে টলে যায় কি অদ্ভুদ আস্থা আপনার আর্দশের প্রতি......
২।নিজের আতে ঘা না লাগা পর্যন্ত আমারা কোন বিষয়ে মাথা ঘামায় না.........
৩। আমি আমার আর্দশের বিপক্ষের সাথে আলোচনা করবো তবে তাকে মাঠের বাইরে রেখে......
৪।আমি ধার্মিক নয় কিন্তু বিশাল আমার ধর্মানুভূতি যেন নামাজ না পড়লেও ঈমানদার......
৫।আলোচনা তো করবোই না বরং আমার মতের বাইরে গেলে আপনার মতামত রক্ষার জীবন দেওয়া তো দূরে থাক আপনার জীবন নেওয়ার চেষ্টা করবো.........
৬। আমাদের ইচ্ছা কোন রকম একখান সরকারি চাকুরি বাগাইতে পারলেই হয় সব তানানানা করে ছাড়বো......
৭।সিস্টম চেঞ্জ নয় সিস্টমের মধ্যে থেকে নিজের সর্গ রচনা করা এর ফলে অন্যরা জাহান্নামে যাক............
৮। মত প্রকাশের স্বাধীনতা নানা শক্ত শর্তের বেড়াজালে বন্দি.........
............ ইংরেজ আমাদের দেশে কতকগুলো কেরাণী তৈরী করতে চেয়েছিল। তারা আরো চেয়েছিল- এ দেশের লোকেরা বংশ পরিচয়ে মুসলমান থাকে থাকুক; কিন্তু মন-মানসে ও চিন্তাধারায় তারা যেন অমুসলিম হিসেবে গড়ে উঠতে পারে। এ উদ্দেশ্যে তারা যে শিক্ষা-ব্যবস্থা চালু করেছিল, তাতে তারা সফল হয়েছিল।
……………… তারা এখন নেই সত্য; কিন্তু তাদের প্রেতাত্মারা আজো বিরাজ করছে আমাদের মধ্যে। আমরা রাজনৈতিক গোলামী হতে মুক্ত; কিন্তু মানসিক গোলামী হতে আজও আমরা মুক্ত হতে পারিনি। আমরা আজও ইংরেজের চোখ দিয়ে জগত ও জীবনকে দেখছি। ইংরেজের মগজ দিয়ে এগুলোকে বুঝতে ও জীবনের আচরণ স্থির করতে চেষ্টা করছি। এর চেয়ে দুঃখের বিষয় আর কী হতে পারে।
............ আমারা বৃটিশদের কাছ থেকে দাসত্ব শিখেছি কিন্তু শিখিনি মত প্রকাশের স্বাধীনতা......
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন