আমাদের গ্রাম বাংলার বর্তমান যৌন জীবন
লিখেছেন লিখেছেন বিবেকবান ১৫ অক্টোবর, ২০১৫, ০৯:০১:৫৩ রাত
...............একটা সময় মনে হতো গ্রামের সামাজিক অবস্থা শহরের চেয়ে ভাল।কিন্তু গত কয়েক বছরে যে হালচিত্র দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে গ্রামের সুরক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণরুপে ভাঙ্গনের পথে।আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ ধ্বংসের পথে।কিছু নমুনা............
..................আশে পাশের গ্রামগুলোতে অবৈধ সম্পর্কের মহামারি রূপ ধারণ।র্গাল ফ্রেন্ড বয় ফ্রেন্ডের সংস্কৃতি চালু, মেয়েদের উপর নানা রকম যৌন নির্যাতন।অল্প বয়সে অপরিপক্ক সম্পর্কের কারণে লেখাপড়ায় চরম ধস।সামাজিক অপরাধ বিশেষ করে নারী কেন্দ্রিক ঘটনার জ্যামিতিক বৃদ্ধি।সাইবার ক্রাইম যার মাধ্যমে নারীর নানা গোপন তথ্য প্রকাশ। ভালবাসা কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব সংঘাত।
.....................সামাজিক এ ধসের কারণ ব্যাখ্যা করলে দেখা যায় বিশেষ কিছু কারণ। আকাশ সংস্কৃতির প্রভাব (সাংস্কৃতিক দ্বন্দ্ব) খোলামেলা সংস্কৃতির আগ্রাসন(হলিউড, ,বলিউড,টালিউড),হিন্দি যৌন উত্তেজনামূলক গান, ঘরে ঘরে ডিশ লাইন কিন্তু ব্যবহার হচ্ছে শুধুমাত্র বিনোদন কেন্দ্রিক(জলসা,জি বাংলা,বাচ্চাদের ডরিমন , ),তরুণ সমাজের সামনে মিডিয়া ও চ্যানেল গুলো এমন একটি দুনিয়া সৃষ্টি করছে যেখানে শুধু তুমি আর আমি(সৌর্ন্দয,আনন্দ ফূর্তি, ভাল লাগা, ভালবাসা ) ছাড়া আর কিছু নাই।সমাজের হর্তাকর্তারা শুধু তালে আছে দলাদলির আর তরুণ সমাজকে দোষারোপ করতে।কিন্ডার গার্ডেন সংস্কৃতির কারণে বাচ্চারা নৈতিক শিক্ষার জন্য আর গাঁয়ের মক্তবে যাওয়ার সময় পাচ্ছে না। ফলে নৈতিক শিক্ষা ছাড়াই তারা বেড়ে উঠছে।খেলাধুলার যে পরিবেশ ছিল তা আজ আর নাই।
........................আকাশ সংস্কৃতির যে প্রভাব সেটি কোন ভাবেই গ্রামে ইতিবাচক ভাবে ব্যবহার হচ্ছে না।ফ্রি মেলামেশার যে সংস্কৃতি উঠতি বয়সে চালু হয়েছে তা ক্রমে ভয়াবহরূপ ধারণ করছে কারণ আকাশ সংস্কৃতির কারণে তারা একে অন্যকে আর খেলার সাথী নয় ভালবাসা সাথী মনে করছে।গ্রামে এমন বংশ খুব কম আছে যারা উক্ত ঘটনার শিকার হয়নি।এন্টি-ভাইরাস যেমন ভাইরাস ধ্বংস করে তেমনিভাবে সামাজিক সুরক্ষা প্রচলিত সমস্যার সমাধানে মূখ্য ভূমিকা পালন করবে।কিন্তু আমিষের অভাবে যেমন এন্টিবডি তৈরি হয় না তেমনি আকাশ সংস্কৃতির প্রভাব (সাংস্কৃতিক দ্বন্দ্ব ),খোলামেলা সংস্কৃতির আগ্রাসন(হলিউড, টালিউড),হিন্দি যৌন উত্তেজনামূলক গান, ঘরে ঘরে ডিশ লাইনের প্রভাবে সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙ্গে যাচ্ছে।সময় বয়ে যাচ্ছে আর সমস্যা বাড়ছে। পথে।আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ ধ্বংসের পথে।পিলিজ আমাদের এ সকল বাচ্চাদের চোখে চোখ রাখুন। দা সুনার দা বেটার।সাধু সাবধান।সময় গেলে সাধন হবে না.....
বিষয়: বিবিধ
১৭১০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি সত্য ও সঠিক বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন