মৃত্যুদণ্ড ______________সুনীল গঙ্গোপাধ্যায়

লিখেছেন লিখেছেন নিরবাক ০৭ জানুয়ারি, ২০১৩, ০৩:৫১:৫০ দুপুর



একটা চিল ডেকে উঠলো দুপুর বেলা

বেজে উঠলো, বিদায়,

চতুর্দিকে প্রতিধ্বনি, বিদায়

বিদায়, বিদায়!

ট্রামলাইনে রৌদ্র জ্বলে, গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম আমি

হঠাৎ যেন এই পৃথিবী ডেকে দেখালো আমায়

কাঁটা-বেধাঁনো নগ্ন একটি বুক;

রূপ গেল সব রূপান্তরে আকাশ হল স্মৃতি

ঘুমের মধ্যে ঘুমন্ত এক চোখের রশ্মি দেখে

অন্ধকারে মুখ লুকালো একটি অন্ধকার।

হঠাৎ যেন বাতাস মেঘ রৌদ্র বৃষ্টি এবং

গলির মোড়ের ঐ বাড়িটা, একটি-দুটি পাখি

চলতি ট্রামের অচেনা চোখ, প্রসেশনের নত মুখের শোভা

সমস্বরে ডেকে বললো, তোমায় চিরকালের

বিদায় দিলাম, চিরকালের বিদায় দিলাম, বিদায়;

চতুর্দিকে প্রতিধ্বনি, বিদায়, বিদায় বিদায়।।

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File