জরুরী সিন্ডিকেটে ছাত্রলীগের আন্তকোন্দলের কারণে শাবি বন্ধ ঘোষনা
লিখেছেন লিখেছেন শাবিপ্রবি ১৩ মে, ২০১৩, ১২:০৭:৩৮ দুপুর
আজ এক জরুরী সিন্ডিকেটে ছাত্রলীগের আন্তকোন্দলের কারণে শাবি বন্ধ ঘোষনা করা হয়। আজ ১৩ মে সন্ধ্যা ৬ টার মধ্যে ছেলেদের এবং ১৫ মে দুপুর ১২ টার মধ্যে মেয়েদের হল ছাড়া্র নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার শাবির ছাত্রলীগ কমিটি গঠনের পরথেকে নিজেদের মধ্যে হানাহানি ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিল। গত এক সপ্তায় প্রায় অর্ধডজন নেতা কর্মী আহত হয়ে হস্পিটালে চিকিৎসা নিচ্ছে যর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সুমন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান।গতকাল রাতে ইমরান খান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতিকে দেখতে মেডিক্যেল যান। কিন্তু মেডিকেলের প্রধান ফটকে পৌঁছতেই আগ থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা তাকে কুপিয়ে আহত করে।
ইতিমধ্যে সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাশ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার নেতা আহসানুল হক বাবুকে (শিক্ষাবর্ষ-২০০৭-০৮) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
Click this link
Click this link
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন