কবিতা - ৯
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৫ জানুয়ারি, ২০১৩, ১২:৩৭:৪৬ দুপুর
পালাক্রম
দাড়িয়ে আছি শতাব্দীকে সামনে রেখে হাতের পরে,
এক টুকরো দুঃখ আর অশ্রু নিয়ে।
এক খন্ড জমিনের সামনে এসে
বুক ভেঙ্গে যায়-
সামনের শিমুল গাছকে মনে হয় যেন প্রহরি
কত কালের সাক্ষী সে?
কত কাল ধরে দাড়িয়ে আছে আমার মায়ের পাশে ।
মাগো- এ ভাবে ফাকি দিলে?
দূর পরবাসে রেখে আমাকে ।
সামনের পাহাড়ের দিকে তাকিয়ে থাকি
সমুদ্রের কোল ঘেসে বসি
তরঙ্গের পর তরঙ্গ ভেদ করে যে-
ফেনারা ভেসে আসে
আমি আছড়ে পরি তাতে।
ক্লান্ত হয়ে নয়ন জ্বলে ভিজে
আবার আসি ফিরে
তোমার পাশে দাড়িয়ে থাকি,
দাড়িয়ে থাকি শতাব্দির পর শতাব্দি।
শেষ কবে দেখেছিলাম তোমায়?
কত কাল আগের সেই অরন্যের কিনারায়।
মাঝে মাঝে ঝরা শিশিরের মত
ঝরে যেতে বড় ইচ্ছা হয়।
পৃথিবী চলে তার গতিতে
আমি হারাই সময়ের স্রোতে।
পালা করে দাড়াই দুই বার বছরে
তোমার কবরের পাশে।
মাগো- শিমুল গাছটা কারা যেন কেটে নিয়ে গেছে
মনে হয়-
পৃথিবী অনেক মুল্য, সত্য ভুলে গেছে।
আমার নতুন অস্তিত্ত এসে আমায় নাড়া দেয়,
আমি হারিয়ে যাই নতুনের মাঝে।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন