কবিতা - ৮
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৪ জানুয়ারি, ২০১৩, ০১:১৫:৪৭ রাত
ভুলে থাকা রক্তের ঘ্রাণ
তোমরা স্বপ্ন চোরেরা যে রক্তের ঘ্রাণ থেকে দুরে থাক
আমি মনে করি, আমি সেই রক্তেরই সন্তান
যে রক্তের ঘ্রাণ এখন ও যায় নাই মুছে
আমার পিতার রক্তের ঘ্রাণ।
স্বপ্নের ফানুসে ভেসে চলার সাহস হয় না যদিও
তবু এ আমার ভালোবাসার প্রয়াস
মাকে ভালোবাসার মূল্য দিতে মন চায়
তবু শকুনেরা পিছু ছাড়ে না,
রক্তের দাগ যায় না মুছা।
ঘুরে ফিরে সেই একটি কথাই বার বার মনে আসে
এখনও মরি নাই, তবে মরনের বড় স্বাদ জাগে-
শকুনের ভালোবাসার ছোবলে।
যে সবুজের স্বপ্ন নিয়ে-
সবুজের বুকে একেছিলে লাল সূর্যের প্রাণ
সেই প্রাণ আজ কোথায় হারিয়ে
মুখ থুবড়ে পড়ে হাহাকারে
প্রাণশূন্য চিৎকার এসে খোচা দেয়
জীবনের বেদনা হয়ে,
বেদনার লাল দেওয়ালে নিজেকে হারাই।
বার বার জেগে উঠে আজ আমি ক্লান্ত হই
স্বপ্ন চোরদের দলে নাম লিখিয়ে রক্তের ঘ্রাণকে ভুলে যাই,
রক্তের ঘ্রাণ, আমার পিতার রক্ত।
বিষয়: সাহিত্য
৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন