একটি মৃত্যু ও এক জোড়া জুতা
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৩ জানুয়ারি, ২০১৩, ০৩:২৮:৫৪ দুপুর
বিকাল ৪ টার দিকে টিউশনি করার উদ্দেশ্যে বের হলাম। নয়া বাজার থেকে নারিন্দা, প্রায় সময় ই হেটে যাই। যাবার পথে ৩ টা মসজিদ সামনে পরে। আবার একই রাস্তা দিয়ে হেটে হেটে বাসায় চলে আসি... সপ্তায় ৫ দিন । নিয়মের কোন হেরফের হয় না। যখন ফিরি তখন মাগরিফ এর আজান দেয়। তো একদিন আমি হেটে আসতেছি, দেখলাম একটি ছেলে ১৫ - ১৬ বছর বয়স হবে খুব দূত দৌড়ে আসতেছে। পিছনে চার পাচঁ জন লোক তাকে দাওয়া করছে আর বলছে ধর ধর ধর... এক আখওয়ালা দেখলাম একটা আখ নিয়ে ছেলেটার সামনে প্রজিশস নিয়ে দাড়িয়ে পরলো। ছেলেটি কাছে আসার সাথে সাথে সজরে বারি মারলো। ছেলেটি বারি খেয়ে পরে গেল না। দৌড়াতে থাকলো, বেশি দুর যেতে পারলো না । সামনে থেকে এক রিক্সাওয়ালা তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। বাছাধন আর যায় কোথায়। এবার মার খা। কে কত বেশি মারতে পারবে তার প্রতিযগিতা শুরু হয়ে গেল। আখওয়ালা তার আখ মনে হল জনতাদের উৎসর্গ করে দিলো, যে যেভাবে পারলো মারতে লাগলো। আমার কেন জানি খুব খারাপ লাগলো। আমি একবার ভাবলাম সামনে গিয়ে ছেলেটি কে না মারার জন্য বলি। কিন্তু সাহস পাচ্ছিলাম না। তারপর ও আস্তে আস্তে করে সামনে আগাতে থাকলাম। ঠিক এই মুহুর্তে এক লোক ছেলেটে কে বাঁচানোর জন্য সবাই কে মারতে বারন করতে থাকলো। ঠিক তখন এক আদ্ভুত ঘটনা ঘটলো। এখন বেশ কিছু লোক ঐ লোক টাকে মারতে শুরু করলো আর বলতে থাকলো ওর দলের লোক, ওর দলের লোক। আমি দুই তিন জন কে জিজ্ঞাসা করলাম “ ভাই মারতেছে কেন?” তাদের উত্তর - জানি না। এখন অনেকেই প্রশ্ন করে মারছে কেন.. কেউ এক জন বলে উঠলো , চোর, চুরি করছে। অনেকে একসাথে প্রশ্ন করলো, কি চুরি করছে? কেউ বলতে পারে না, অবশেষে একজন বললো আমার জুতা চুরি করছে, মসজিদ থেকে। মসজিদ থেকে? খুব ই গুরুতর অপরাধ। এখন ঘটনা হলো ওখানে যারা ছিলো তাদের সকলের জুতা বা ছেনডেল কোন না কোন সময় মসজিদ থেকে চুরি গেছে। ফলে চোর আর যায় কোথায়, শুরু হল দ্বিতীয় দফা মাইর, এই ফাকে আরেক জন সটকে পরলো। এক সাহসি যুবক একটা ইট জোগার করে আনলো। অবশেষে ধোলাইখালের সামান্য রক্তে লাল হয়ে উঠলো। আমি বাসায় চলে এলাম। সবাই কে এই ঘটনা বললাম। আমি যে ভেবে ছিলাম, তাকে বাচাঁতে যাব এই কথা বলার পর সবাই আমকে তিরস্কার করলো।
দ্বিতীয় বার যেন এই কথা মনের মধ্যে, মনের ভুলেও যেন না আনি। সকলে বলে দিল। পরদিন সকালে দৈনিক পত্রিকা ঘাটলাম , খবর টি পেলাম না। একটি অপমূত্যু হলো কেউ তা জানলো না। না জানলো না। হয়তো মর্গে পরে থাকবে কিছু দিন, তারপর ঠিক মত কবর টা ও হবে না। কারন সে চোর, এক জোড়া জুতা চোর।
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন