কবিতা - ৩২
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৬ নভেম্বর, ২০১৪, ০৩:৪৯:২৪ রাত
ফেলে আসা পথ
*************
জানি এ পথে
তুমি আর হাটবে না কখনও
এ পথের ধুলো কনা
ঝড়ো বাতাসে আর মাখবে না তোমার গায়।
তুমি চলে গেছো
অন্য কোন পথের নতুন কোন বায়,
তবু এই পথের
ধুলোতে এখনও খুজি তোমায়।
জানি এই কথা গুলো
তুমি আর জানবেনা কখনও
জানবেনা পথের বাকে
একটি নদী বয়ে যায় নিরবধি,
সমস্থ সত্ত্বা জুরে যেখানে
ফোটা ফোটা জল আজ সমুদ্রের ঠিকানায়।
জানি এই পথ এখন আর তোমার নয়
এই পথের সকল মিথ্যা
আজ এক একটি নদী হয়ে
ধুলোর সাথে মিশে একাকার-
এক পরিত্যক্ত কর্দমাক্ত আশ্রয়।
বিষয়: সাহিত্য
১৩১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন