অনুকাব্য - ২
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৩ জুলাই, ২০১৪, ০৫:৫১:৫৩ বিকাল
৭) তোমাকে হাসতে দেখলে হাসে আমার পৃথিবী
বিবর্ণ সব ধোয়াটে ক্রন্দন অদৃশ্য, যদিও তখন রজনি।
সে হাসি স্পর্শ না করি,
রজনি ফুরাইবার অপেক্ষায় হাসিকে ধরে রাখি
তুমি কি জান তোমাকে বড় বেশি ভালোবাসি।
৮) সে ঠিক আমার অন্তরের মাঝখানটায়
সেখানে তার পাশে একটি কষ্ট-
সর্বত্র ঘিরে রাখে তাকে, রক্ত ক্ষরণের মত ব্যদনা
আমাকে জানিয়ে যায়, একদিন ভুলে যাবে আমায়।
৯) হয়ত একদিন পৃথিবীর দু-প্রন্তে দুজন
ব্যস্ত থাকার ছলে ভুলে যাব দুজনকেই,
হয়ত নিজেকে। হয়ত কোন এক বিকেলে বৃষ্টির ছটায়
মনে হবে কোন একদিন ভিজে ছিলাম দুজনে।
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন