কবিতা - ৩১
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১০ জুলাই, ২০১৪, ০২:৩৩:৩৩ দুপুর
প্রথম ও শেষ তুমি
তোমাকে নিয়ে লেখা এই আমার প্রথম কবিতা
হয়ত এটাই শেষ -
এভাবে কবিতা আমি আর লিখব না ভেবেছি,
এখাবে কবিতা লেখা হয় না।
তুমি ভাবতে পারো কেন তোমাকে নিয়ে আমার
এ ভেবে চলা রংহীন কোন প্রন্তরে।
কোন কল্পনা নয়, দেখা না দেখার
ভোলোলাগাও নয়।
তবু তুমি একবার এসেছিলে চিন্তায়।
যখন নিজেকে সুধরে নেবো ভেবেছি
যখন সবকিছু ভুলে গিয়ে আমি নতুন করে
বাঁচবো বলে ভেবেছি - তখনই তুমি এলে,
আমার আর বাঁচা হলো না।
ভালো মানুষ হয়ে ফিরবো বলে যে বন্ধুর
পথ ধরে হেটে গিয়েছি অনেকটা পথ,
সে পথে আর হাটা হলো না।
ভেবোনা তোমাকে ভালোবেসেছি
তবু তোমাকে ভেবে একটি দিন রাত আমি
হারিয়ে গিয়েছিলাম কিছু কঙ্কাল আর মৃত
সব লাশেদের ভীরে।
আমি যে নিজেকে এখন আর লাশ ছাড়া
কিছুই ভাবতে পারি না।
তাই ভালোবাসি এ কথা এখন আর বলতে পারি না।
হয়ত বা এ শব্দটার এতটা অপব্যবহার,
আপমান আমি প্রিতিনিয়ত করে চলেছি যে
এখন সে আমার থেকে হারিয়ে গিয়েছে।
হেরে গিয়েছি আমি-
হেরে গিয়েছি প্রতিটি মিথ্যা প্রতিশ্রুতির কাছে।
কখনও ভাবতে পারিনি একটি শব্দের এতটা উত্তাপ,
এতটা শক্তি নিয়ে ফিরে আসবে তার প্রতিদান দিতে।
আমি সে উত্তাপে আজ ঝলসে যাওয়া
এক টুকরো মাংসের পিন্ড মাত্র।
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
অর্থাৎ আসলে শেষ না, আরো লিখবেন!
মন্তব্য করতে লগইন করুন