কবিতা - ৩০

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৬ জুলাই, ২০১৪, ০২:২৬:৫০ দুপুর

কাকের সংসার



হঠাৎ আধার হয়ে যে বৃষ্টি নেমেছিলো পৃথিবীর বুকে

সেই বৃষ্টিতে ভিজেছিলো কিছু কাক,

একটি পরিবার। যাদের আবাস ছিলো কিনা তা তারা জানে না।

একদিন চেষ্টা করেছিলো –

কিছু খড়কুটা দিয়ে একটি বাসা গড়তে।

সেই বৃক্ষ, বাসা গড়ার পূর্বের বেঙ্গে গেল

তাই অভাগারা বৃষ্টিতে ভিজেছিলো।

কিছু চড়ুই পাখি উদ্দাম নৃত্যে নেচেছিলো সেদিন,

বৃষ্টিতে ভিজেছিলো – ঠান্ডা লাগার ভয়ে এন্টিবায়োটিক খেয়েছিলো

তবু তারা অসুস্থ হয়ে ছিলো।

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242275
০৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ.দারুনস
242278
০৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৪
ফেরারী মন লিখেছেন : এটা কি কবিতা কি অন্য কিছু। কে জানি বাপু আমি কবিতার কও বুঝি না। Worried
০৬ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
188204
হারানো ওয়াছিম লিখেছেন : কবিতা নাও হতে পারে। তবু চেষ্টা করি মাঝে মাঝে। তারপরও আপনি পড়ছেন, এই বা কম কিসে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File