কবিতা-২
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৬ জানুয়ারি, ২০১৩, ০১:১৪:০৩ দুপুর
অমানুষ
তোমরা মানুষ, আর একটা মানুষ তোমাদের থেকে
আস্তে আস্তে হেটে গেল অমানুষের দলে
এক মুঠো অন্নের খোজে-এক টুকরো সুখের খোজে।
কিছু অপরাধের ক্লান্তি হয়তো তার হৃদয়ে চেপেছিল
একফোটা অশ্রু হয়তো এসেছিলো চোখে
তবু পরমুহুর্তে ক্ষুধা তার সবটুকু দিয়াছে ফুরায়ে।
আর সে পিছনে ফিরে তাকায়নি
কারো কাছে ক্ষমা ভীক্ষা ও চায়নি
কেউ তাকে আর ভালোবাসেনি।
বিষয়: সাহিত্য
১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন