কবিতা
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৬ জানুয়ারি, ২০১৩, ১২:৩৮:৩২ রাত
ভুল
ভুল করে যদি হয়ে যায় দেখা
একবার যদি দেখি তাকে
কোন অভিযোগ তুলবো না আর
ভাল আছ কি জানবো না আর
দেখবো শুধু মুখ ফিরে
এখন ও কি এই মুর্তিটা হায়ানার রুপ করে,
মুহুর্তে সব ভুলে গিয়ে বাতাসে ভেষে চলে?
আমি জানবো না তা।
যদি একবার দেখি তাকে
আকাশের নিচে।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন