প্রত্যাশা
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ১০:২০:৪২ সকাল
ফেসবুকে আমার অনেক গুলো পেজে লাইক মারা আছে। প্রতি পেজেই সুন্দর সুন্দর লেখা দেয়। তবে মাঝে মাঝে প্রায় প্রতিটি পেজে এক ধরনের লেখা লক্ষ্য করা য়ায় যেখানে বলা হয়ে থাকে যত নষ্টের মুলে মেয়েদের অবদান বেশি বা মেয়েদের দ্বারাই এ সব হয়ে থাকে। যেমন -
একটা লাইন এ রকম “সাপকে বিশ্বাস করা যায় কিন্তু মেয়েকে নয়।”
একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে প্রেম ছিলো আর প্রেমটা শুধু মাত্র মেয়েটির কারনে নষ্ট হয়ে গেছে, ছেলে এখন পুরাই পাগল, গান্জা খায়। মোরাল দেয়, মেয়েদের জন্য আজ সে খারাপ হইছে। আরো অনেক কথা।
আসলেই কি তাই?
আমার কথাঃ একান্তই
খারাপ কাজ ছেলে মেয়ে যে কারো কাছ থেকে ই হতে পারে। একটা মেয়ে যেমন একটা ছেলের সাথে বিটলামি করতে পারে। তেমন একটা ছেলেও করতে পারে। এবং অহরহ তা করে থাকে। আমি খুব দেখেছি। আমি মেয়েকে কাঁদতে দেখেছি। ঘটনাটা বলি — আমার এক বন্ধুর সাথে একটা মেয়ের ২ বছর যাবত সম্পর্ক ছিলো। হঠাৎ আমার সেই বন্ধু সেই মেয়ের সাথে সম্পর্ক শেষ করে দেয়। কারন সে দিতে বাধ্য হয়। কেন? কারন তারও ৩ বছর আগে তার আর একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো। মাঝে কোন এক সমস্যায় কারনে আগের জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়া এবং পরবর্তী মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়। আবার আগের মেয়ের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ায় পরের জনের সাথে সম্পর্ক ভেঙ্গে দেয়। মেয়েটার সাথে আমার একদিন দেখা হয়। তখন পুরা ২ – ৩ ঘন্টা মেয়েটি শুধুই কেঁদেছে। এটাতো নরমাল একটা ঘটনা। এর থেকে ভয়ংকর ঘটনা ঘটটে আমি দেখেছি।
বাস্তব কথা হলো যখন কেউ কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে তার তার জন্য সে সব করতে পারে। সব। আর আমাদের সমাজের সবচেয়ে কঠিন সত্য কথা হলো…. ছেলেরা অন্যায় করলে সেইটা কারো চোখে পরে না। কিন্তু একটা মেয়ে কিছু করলে সময়ের আগে মানুষ তা জেনে য়ায়। রাজিবের কথা কয় জন মনে রেখেছে কিন্তু প্রভাকে কেই কি ভুললে পেরেছে?
বাংলাদেশের কয়টা ছেলে বুকে হাত দিয়ে বলতে পারবে সে কোন দিন কোন মেয়েকে টিজ করে নাই। আছে কেউ? রাস্তায় একটা সুন্দর আধুনিক মেয়েকে কে টিজ করে নাই? সরাসরি অথবা মনে মনে। আমার ছেলেরা টিজ করতে ছাড়বো না ঠিকই এবং পরে দোষ দিবো তার পোষাকের। তার পোষাকের দোষ আছে মানলাম, আপনার কি মনটা ঠিক আছে। আগে আমাদের মনটাকে যদি ঠিক করতে পারি তাহলে সবই একদিন ঠিক হয়ে যাবে। অবশ্যই হবে।
বিষয়: বিবিধ
১৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন