অনুকাব্য - ১

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩৭:৪১ সকাল





আমি এখন এক অথই সমুদ্রের তলদেশে

হাটছি আর হেটে চলছি বহু যুগ ধরে

এক হাজার কবিতা আর একটি গান

শেষ করে ফিরে গিয়েছি না ফেরার দেশে।



ঘুম

ঘুমের আমন্ত্রনে আমন্ত্রিত আমি

আজ আমি ঘুমের সংসারে

সংসার সাঝিয়ে বসে আছি অন্ধকারে

আছি টিকে, শূন্য ডালা নিয়ে

রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দেখতে এসে

সাদাকালো স্বপ্নে আমি বিভোর।



কেন বেদনার ছলে বার বার অবাক হই

হে দেবতা আমি ভিক্ষুক নই

ভিক্ষা চাই না তোমার কাছে কিছুই ।

বিষয়: সাহিত্য

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File