বি এন পি...... পারলে কিন্তু তুমি এগিয়ে যেতেই পার।

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২৪:৫৮ বিকাল

বি এন পি এখন ও চুপ করে আছে

যুদ্ধাপরাধিদের পক্ষে কথা না বললেও সাপোর্ট দিয়ে যাচ্ছে।

গতকাল খোকা বলেছে..... দুই এক জনকে ফাসি দিলেই দেশ কলঙ্ক মুক্ত হবে না।

[বলদ]

কিন্তু ইচ্ছা করলে বি এন পি এই সময় বড় একটা সুজগ কাজে লাগাতে পারে। তারা তাতের জোট থেকে জামাতকে বাদ দিয়ে দিতে পারে। তাহলে তারা যে কয়টি ভোট হারাবে তার থেকে প্রচুর ভোট পারে। সাধারন পাবলিকের কাছে তাদের মেন্টালিটি পরিষ্কার হবে। শাহাবাগের তরুনদের সাথে একাত্বতা ঘোসনা করলে কেই ছিঃ ছিঃ করবে না ( জামাত নামের অমানুষ গুলো ছারা )। উল্টা যে পরিমান বাহ বাহ ও জনগনের ভালোবাসা পাবে তা তারা কল্পনা করতে পারবে না। তোমরা একবার সমর্থন করেই দেখ। জাত সাপ পুষে লাভ নাই একদিন সে তোমাকে ছোবল মারবেই

জাত সাপ কি।

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File