কবিতা ২৬

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৩ আগস্ট, ২০১৩, ০৮:২১:০৪ রাত

পুরুষ



তোমার জন্য এ ভালোবাসার কথা কখনও

থাকবে কি না আমি জানি না । মাঝে

মাঝে হয়তো হোচট খাই বা কিছুটা

পুরুষ চরিত্রের দোষে দোষি হয়ে তোমাকে

হারাতে চাই। কখন ও বা বৃাষ্টিতে ভিজে

ঠান্ডা লাগার মত কিছু একটা গিলে ফেলি।

তবু তুমি আমাকে হারিয়ে যেতে দেও না।

আমি তখন কাদি,

আবার হোচট খাবার জন্য প্রস্তুত হতে থাকি।

বিষয়: সাহিত্য

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File