আমার রক্তের প্রথম কেউ মারা গেল......তবু

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০১ আগস্ট, ২০১৩, ১০:৩৮:৩৮ রাত

ঠিক ইফতারের ১ মিনিট আগে কলটি এল, আমি তখন সাংবাদিক সমিতির ইফতার পার্টিতে। আমার ছোট বোন কল দিয়ে জানালো আমার নানি মারা গেছেন। শুনে দু চোখে পানি চলে এলো। নানিকে সর্ব শেষ কবে দেখেছি মনে পরে না। আমার নানি একটু পাগলাটে ছিলো, কিন্তু আমাকে খুব ভালোবাসতো। যদিও দেখা হত দু্‌ই তিন বছর পর একবার। সেই নানি আজ মারা গেছেন। আর আমি এখন ও ঢাকাতে। যেতে পারলাম না। যাওয়ার মত পকেটে টাকা ছিলো না। স্টুডেন্টের বাসা থেকে এখনও টাকা দেয় নাই। তারপর ও টাকা যোজার করলাম বাট বাবা ফোন করে বললো আসা লাগবে না। রাতেই কবর দিবে। নানা বাড়ি যেতে যেতে হয়তো সকাল হতো কিন্তু নানিকে আর শেষ দেখা দেখতে পারলাম না। কষ্ট হচ্ছে। প্রথম কেউ মারা গেল আমার রক্তের। এক জন হারিয়ে গেলো। নানি তোমাকে মাটি পর্যন্ত দিতে পারলাম না। আমাকে মাফ করে দিও।

বিষয়: বিবিধ

১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File