কবিতা ২৫

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০১ আগস্ট, ২০১৩, ১২:০৩:৫৯ দুপুর

তুমি হারিয়ে গেছো



এক বিন্দু অশ্রু আজ এসেছিলো আমার

কষ্টের এক বিন্দু - তোমার জন্য

অনন্ত অন্তর জুরে বেদনার যে

নীল ছায়া আবরনে ঢেকে ফেলে আমায়,

আমি সেই ছায়ার মাঝে কেঁদে উঠি।

সময় যে ক্ষয়ে গেছে

সময়ের অসম ব্যবহারে

কি যেন আমি হারিয়ে এক শূন্যতায়

ডুবে আছি।

সময় ও আমাকে ফাকি দেয়!

যে অশ্রু বিন্দু এসেছিলো

তাকে আমি ধরে রাখতে পারি নাই

হয়তো ধরে রাখতে চাই নাই

যখন সে সব কিছু ফেলে চলে গেল

বহু দূর, যখন আর আসবে না ফিরে

মনে হলে সেই শূন্যতা কেঁদে ওঠে।

যে ভুল করেছি!!

বুঝেছি - তুমি হারিয়ে গেছে।

বিষয়: সাহিত্য

৩৭৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File