কবিতা ২৩
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২২ জুলাই, ২০১৩, ১১:৫৫:২৪ রাত
জীবন থেকে তুমি
তোমার সকল বেদনা যদি আমায় দিতে
আমি তা নিয়ে হারিয়ে যেতাম
তোমার দুঃখ লাঘবে - জীবন থেকে দুরে,
অসীমে যেতাম মিশে, সাদা মেঘের মত।
আবার আসিতাম ফিরে
কুড়িটি রজনীগন্ধা হয়ে আর ঊনিশটি গোলাপ
যার সব গুলো তোমাকে দিয়ে দিতাম,
আমি নিজেকে রাখতাম লুকিয়ে
তুমি দুঃখ পাবে বলে, জীবন থেকে জীবনকে
নিতাম ছিনিয়ে,শুধু তোমার জন্য।
বিষয়: সাহিত্য
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন