আমি গত কালের সমাবেশকে মহা সমাবেশ বলবো না।!!

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪৫:২৮ দুপুর

আমি আওয়ামিলীগের মহা সমাবেশ দেখেছি, বিএনপির মহা সমাবেশ দেখেছি,

দেখেছি জামাতিদের সমাবেশ করতে। সেই খানে লোক জর হয়েছে হাজার হাজার, সেখানে কয়জন হাজির হয় নিজের ইচ্ছায়। হাতে গোনা কয়েক জন তাও তাদের নিজেদের সার্থে। কেউ নিজে নেতা, কারো ভাই , কারো বাপ বা চাচা, এখানে কাজ করে নিজের স্বার্থ। আপনি যদি বেশি লোক নিয়ে যেতে পারেন তাহলে আপনি বড় নেতা। আপনার পজিসন উপরে উঠার সম্ভাবনা বেশি। আপনার নাম হবে । বিনিময়ে আপনি আগের থেকে বেশি টাকা পাবেন। আপনি যদি কোন দলের সভাপতি হতে পারেন তো কথা নেই, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনি লোক জর করে নিয়ে যাবেন কারন এটা আপনার পেশা । যাদের নিয়ে যাবেন তারা কখনও নিজের ইচ্ছায় যাবে না। যাবে আপনার টাকা দেখে। অথবা টাকার বিনিময়ে। ঐ সকল মহা সমাবেশে যারা যায় তাদের বেশির ভাগ যায় টাকার বিনিময়ে। অথবা সমাবেশ শেষে ‍খুব ভালো একটা খাবার পায়। নিজের পকেটের টাকা খরচ করে কেই ঢাকা আসে না। দলের ভাড়া করা বাসে যেখানে অনেক তরুন আসে শুধু মাএ পিকনিক মনে করে।

কালকের সমাবেশে যে লোক হয়েছিলো তা হাজার নয়, তা ছিলো লক্ষ জনতা। সেখানে কাউকে ১ টাকাও দিতে হয়নি, বরং নিজের পকেটের টাকা কেউ কেউ খরচ করেছেন। একটা ঘটনা বলি ( আমি যেখানে বসে ছিলাম সেখানের এক লোক বয়স ২৪ কি ২৫ হবে এক বাদাম ওয়ালার সব বাদাম কিনে নিলো ৫০০ টাকায় এবং সেই সব বাদাম তিনি বিলিয়ে দিলেন বসে থাকা সকল মানুষ দের মাঝে, যতদুর দেওয়া গিয়েছে)। এখানে তার কোন স্বার্থ নেই। নেই কারো যারা গিয়েছে। তাহলে কেন আমি এই সমাবেশ কে মহা সমাবেশ বলে ঐ সকল টাকা খাওয়া সমাবেশের সাথে তুলনা করবো। যদি মহার থেকে বেশি কিছু থেকে থাকে তো এটা সেই সমাবেশ। এটা আত্বার সমাবেশ। এটা বাঙ্গালির সমাবেশ। এটা তারুন্নের সমাবেশ। এট মাহা মাহা মাহা............... সমাবেশ।

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File