আমরা মরতে ভালোবাসি
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২৫:১৮ বিকাল
কথাটা আমার কাছে সত্য বলেই মনে হয়। কোন কিছু হলেই আমাদের মরতে হয়। গাড়ির হেলপারের সাথে ছাত্রদের কথাকাটা কাটির যের ধরে গাড়িতে আগুন, এক জনের মৃত্যু। তেলের দাম বাড়ছে, হরতাল, তিন জনের মৃত্যু। এক নেতাকে খুজে পাওয়া যাচ্ছে না, তার পরিবর্তে দুই জনের মৃত্যু। আর এখন এক খুনির জেল হইছে, তার জন্য মৃত্যুর মিছিল পরে গেছে। যার জন্য এত মায়ের বুক খালি হচ্ছে সে তো বেঁচে আছে। যারা মারা যাচ্ছে তাদের জীবনের মুল্য কি যার জন্য মারা যাচ্ছে তার জীবনের থেকে একটু কম। জীবন তো একটাই... কারো জন্য মারা গেলে নিজের কি হলো। শহীদ? শহীদ হওয়া কি এতই সহজ? আর যার জন্য এত মৃত্যু তার কি একটু অনুশোচনা হচ্ছে? হওয়ার কথা না। যে ৭১ এ ৩ থেকে ৪শো লোক মারতে পারে, এই ৫ ৬ এর রক্ত তার জন্য কিছুই না।
বিষয়: রাজনীতি
১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন