কবিতা - ২০

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৬:৪২ রাত



পেচাঁ

একটি পেচাঁ

অন্ধকার রাতে বসে ছিলো একা

আমি দেখেছি তাকে

রক্ত মাখা দিনের শেষে।

রাজপথে ছিলো হাজার মানুষের ঢল

প্রবাহিত বায়ু ছিলো উত্বপ্ত

ছিলো বারুদ আর

পোড়া মাংসের গল্প।

সেই নির্দয় দিনের পর রাতে

একটি পেঁচা

নির্ঘুম ক্লান্ত সে রাতে

বসে ছিলো একা।

সে দিন গায়নি কেই গান

বাজায়নি কেউ বাশিঁ

ঘরে ঘরে ছিলো করুন কান্না

শুধু পেঁচা আর আমি

জেগে ছিলাম

অন্ধকার সেই কালো রাতে।



বিষয়: সাহিত্য

১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File