কবিতা - ১৯
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ৩১ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৬:৫৬ রাত
ফিরে আস বৃষ্টির বার্তা হয়ে
তোমার কথা এখন ও আমার মনে পরে মাঝে মাঝে
সবতো আর ভুলে থাকা যায় না তাই-
কিছু রাত কেটে যায় জেগে, স্বপ্নহীনতা দু-চোখে
একটি সকাল ছিলো বিশটি রজনিগন্ধা ঊনিশটি গোলাপ
যার সব ছিলো তোমার, মাত্র একটি আমার।
আমার আকাশে যত গুলো তারা ছিলো
সব হারিয়ে এখন আমি এক, একটি অন্ধকার
আবার ইচ্ছা করে হারিয়ে যাই তারাদের ভিরে
পারি না, হারিয়ে যেতেও কি সঙ্গী লাগে?
সঙ্গী, কত সহজ একটা শব্দ, কত উল্লাস
কত আনন্দ পাই মাত্র একটি শব্দে।
কিন্তু সে তো এখন আর আমায় চেনে না
ডাকে না কোন পূর্ণিমা রাতে
আমি একা একা তাকে ভাবি স্বার্থপরের মত
সে তো আমায় ভাবে না, দেখে ও না কখন ও
ভুলে থাকায় আনন্দ পায় সে, আমি পাই কষ্ট।
আমি এখন ও বসে থাকি, জানিনা তুমি আসবে কি না
অপেক্ষায় থাকি একদিন নামবে বৃষ্টি
আগুনের দানবেরা আর করবে না দাপাদাপি
আমার অপেক্ষার ধ্যান কি ভাংবে না
তুমি কি আসবে না বৃষ্টির বার্তা নিয়ে।
বিষয়: সাহিত্য
১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন