কবিতা - ১৬
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৩ জানুয়ারি, ২০১৩, ০৭:১০:৫৬ সন্ধ্যা
একদিন স্বপ্নরা কেঁদেছিলো
তখন সন্ধা, ঘরে ঘরে জ্বলে ওঠে আলোর জোনাকি
মাঝে মাঝে ভেসে আসে ডানা ঝাপটানো পাখির আওয়াজ
কেপে ওঠে চারপাশ, তবু তখনও অন্ধকার হয় নি।
এখন ও রাখালেরা ফিরে আসে নাই ঘরে
দুর থেকে তারই আভাস পাওয়া যায় হিজলের তলে,
আমি সেখানেই বসে থাকি, সামনে এক গুচ্ছ বুনো ফুল নিয়ে।
বহুদিন পর আজ মাকে কাঁদতে দেখেছি
চেয়ে দেখেছি বাবার চোখে মুক্ত কনা জ্বল।
আর আমার ঘাসফড়িংটা, আজ আমার কাছে আসে নাই,
ওকে আমি ঘাসফড়িংই বলি, লাফিয়ে চলে আমার অস্তিত্ত থেকে
আমার সর্ব্ শরীরে। আমার সকল বেদনায় তার বসবাস।
তাঁরা হয়তো জেনেছে আমি আর ফিরে আসবো না
আর হয়তো ডাকবো না শব্দের মায়াজাল ভেদ করে
তবু আমি ফিরে আসি বহুবার জেনে রেখ
ফিরে আসি একটি কবিতার প্রতিটি অক্ষরে অক্ষরে
আমার ভালোবাসার হিজলের তলে
যেখানে আমার ঘাসফড়িং বাস করে।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন