কবিতা - ১৪
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২১ জানুয়ারি, ২০১৩, ০৬:০০:১৪ সন্ধ্যা
সূত্র
সময় যে কত দূর চলে গেছে
তাহার তরে চেয়ে চেয়ে
একটি কথা শুনবো বলে।
নতুন কোন কথা নয়
একটি পুরানো কথা
সেই সৃষ্টির আদি থেকে যা শোনার জন্য
এখন ও মানুষ অপেক্ষা করে থাকে
ঘাস ফড়িং এর দল
উড়ে উড়ে ক্লান্ত হয়
আবার ডানা ঝাপটায়
শুধু একটি কথার জন্য
যেখানে আমার অবস্থান এসে থেমে যায়।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন