কবিতা - ১৩
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২০ জানুয়ারি, ২০১৩, ০৯:২৯:৩১ রাত
নিজের থেকে দূরে সরে যাই
মুক্ত বিহঙ্গের মত নিজেকে ভেবে
নিজেকে নিজের মাঝে হারাই
আবিষ্কার করি স্তব্ধতায়।
তখন ও অন্ধকার হয় নাই
আকাশের এক কোণায় এক ছটাক আলো
ছড়িয়ে আছে, এখনও সূর্য ডোবার অপেক্ষায়
যদিও সূর্যের দেখা নেই বেশ কিছুক্ষণ।
তবু আমি সূর্যের দিকে তাকিয়ে।
আলতো করে কিছু জলজ ফেনা পা ছুয়ে যায়
আমার অজান্তে, আজীবনের একটা কল্পনা।
আমি দাড়িয়ে থাকি সমুদ্রের কিনারায়
নতুন সূর্যের আশায়
যদিও বর্তমান এখন ও অতীতে যায় নাই,
তবু আমার এ বর্তমান কে উপেক্ষা।
জানি তুমি এসেছিলে-
দেখে নিয়েছো আমার সকল কিছু
সকল সম্পর্ককে একটা সমীকরণে ফেলে,
তোমার হিসাবের খাতায় এখন আমার ঘর শুধুই শূন্য
তার থেকে একটি শূন্যে বসে থাকি একা
কিছু চিন্তা করি, কিছু চিন্তার জগতের বাহিরে হারাই।
অনেক কালপরে_
শীতের শেষে শিশিরেরা হারায়
আউশ- আমন ঘরে ফিরে আসে
একটি একটি করে স্বপ্ন এসে বাসা বাধে
আমাদের জরাজীর্ণ ঘাস ফুল কুটিরে
আমরা নতুন করে সভ্যতা গড়ি
নতুন নতুন সকল সত্যকে খুঁজি,
খুঁজতে থাকি অনবরত- আমাদের সকল চিন্তার ফসলে।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন