কবিতা - ১২
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৯ জানুয়ারি, ২০১৩, ১১:০৬:৩৫ রাত
স্বপ্নের দুয়ার
দাড়িয়ে আছি প্রকান্ড এক ঘরের সামনে
আমরা আশাবাদি কিছু সপ্নময় মানুষ।
স্বপ্ন দেখতে দেখতে আজ এত দূর
এই আঙ্কাখিত স্বপ্নের দুয়ারে।
ওরা এগার সৈনিক আজ অস্ত্র হাতে –
বারুদ নয়, কামান নয়, তবু অস্ত্র এক বিশাল
সেই অস্ত্রের তাপে আজ লক্ষ কোটি প্রাণ
জ্বলছে, জ্বালাচ্ছে শহর থেকে গ্রাম।
জয়ের বন্দরে নোঙর ফেলতে
জন সমুদ্রে ভেসে – ঐ দেখ
অস্ত্র উচিয়ে সৈনিকেরা এগিয়ে চলে
হৃদয়ের মন্ত্রে দীঙ্খিত হয়ে।
স্বপ্নের দ্বারে দাড়িয়ে আমরা
সব হতাশাকে পিছনে ফেলে।
এবার শুধু জয়
এ আমাদের প্রত্যয়।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন