কবিতা - ২১
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১১ এপ্রিল, ২০১৩, ০৭:৪১:২৮ সকাল
তবু ও তো চলে যায় দিন
বৃষ্টির অপেক্ষায়, বৃষ্টি নেই, তবু কালো মেঘ আকাশে
সারি বদ্ধ কিছু সৃতি এক এক করে এসে উকি দেয়,
তাকে হারিয়ে আজ আমি বৃষ্টির অপেক্ষায় দাড়িয়ে
সে তবুও আছে, মাঝে মাঝে কোথা থেকে যেন
এক বুক স্বপ্ন নিয়ে এসে সামনে দাড়ায়,
আমি অবাক হয়ে তাকিয়ে থাকি
তাকিয়ে থাকি আকাশের দিকে, তবু কত দিন হলো কাল।
বৃষ্টি নামে, হৃদয়ে, রক্ত মাংসের এক দূর্গ
আঘাত হানে বার বার, তবু একটা শক্ত ভীত
সেখানে এখন ও পরে আছে, তবু সে চলে যায়,
চলে যায় রাত, সূর্য ওঠা সকাল, আর একটি দিন।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন