জাফর ইকবালের "একটুখানি চাওয়ার" মিথ্যাচার ও অনেকখানি শঠতা এবং আমার বিশ্লেষন
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ৩১ জানুয়ারি, ২০১৫, ০৮:০১:২৭ সকাল
গতকালকে জাফর ইকবাল স্যারের "একটুখানি চাওয়া" শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়েছে। যেখানে স্যার নিজের মত করে লিখে গিয়ে প্রকৃত সত্যকে আড়াল করে গেছেন। বর্তমান সংকটময় অবস্থার জন্য অবৈধ সরকার দায়ী, তা বলতে একদল ভুলে গেছেন। অবশ্য তিনি ভুলে যাওয়ারই কথা, কারণ তিনিই ফিল্টার তত্ব অবিস্কার করে এই অবৈধ সরকারকে ক্ষমতায় আসতে সাহার্য্য করেছেন।
জাফর স্যারের লেখাটি বিশ্লেষন করলেই আপনারা সত্যটি জানতে পারবেন।
স্যার লিখেছেন :
১)
সেদিন বরিশালে বিএনপি-জামাতের সকাল-সন্ধ্যা হরতাল, সোহাগ বিশ্বাসদের ট্রাকে তাই ভোরবেলা পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দিল। ড্রাইভার কোনোমতে বেঁচে গেল, আঠার বছরের সোহাগ বাঁচল না, পুড়ে অঙ্গার হয়ে গেল
হয়তো বিএনপি-জামাতের কর্মীরা নিজেরাই কাজটা করেছে, বিশ হাজার টাকা খরচ করতে হয়নি। তবে একটা বিষয় নিশ্চিত যে, বিএনপি-জামাতের নেতাদের মুখে একটুকু হলেও উল্লাসের ছাপ পড়েছে যে, অন্তত আরও একজনকে পুড়িয়ে মেরে আন্দোলনটা আরও একটু এগিয়ে নেওয়া গেছে
আচ্ছা স্যার আপনার কাছে প্রমান কি ? এই কাজটি যে বিএনপি জামায়াত করেছে ? আপনি কিভাবে জানেন ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আপনি কি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্যদের মত কথা বলছেন না ?
স্যার আপনি একজন জ্ঞানী মানুষ , আপনার বুঝার কথা পেট্রল বোমা মারলে কার লাভ ? অবশ্যই সরকারের । তাহলে কি বিএনপি সরকারকে সাহার্য্য করছে ? অবশ্যই না। অনেক জায়গায় ককটেল, বোমা সহ ধরা পড়ছে ছাত্রলীগ ও যুবলীগ।
স্যার এবার আপনাকে গতকাল প্রকাশিত পত্রিকার একটি খবর দেই :
পেট্রল বোমাসহ আ'লীগ নেতার ছেলে আটক
বুধবার বিকেলে নরসিংদী জেলার মাধবদি পৌরসভার আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ নেতার ছেলেকে আটক করেছে গোয়েন্দা শাখার পুলিশ এবং তার কাছ থেকে ৫টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। নাম মো: মাসুম (২২) নুরালাপুর ইউনিউন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের ভাইস প্রেসিডেন্ট জেহার আলীর ছেলে
সূত্র : http://www.bd-today.net/newsdetail/detail/200/109886
আচ্ছা স্যার বলেন তো আওয়ামীলীগ নেতার ছেলে পেট্রল বোমা দিয়ে কি করে ? সে কি সোহাগ বিশ্বাসের মত কাউকে পুড়িয়ে অঙ্গার করার জন্যই পেট্রল বোমা বহন করেছিলো ?
ফেনীতে আওয়ামীলীগের চেয়ারম্যান একরামকে দিনে দুপুরে আওয়ামিলীগের লোকজন পুড়িয়ে হত্যা করে। সোহাগ বিশ্বাসকে কারা হত্যা করেছে তা জানতে কি আইনস্টাইন হতে হবে স্যার ?
সূত্র : http://www.jugantor.com/bangla-face/2015/01/01/198309
স্যার এই তো ২ দিন আগে ফেনীতে পেট্রল বোমা নিয়ে গ্রেপ্তার হয়েছে আওয়ামীলীগ নেতার ভাতিজা
সূত্র : http://www.sheershanews.com/2015/01/25/66487
আচ্ছা স্যার এই নিউজগুলো কি আপনি দেখেন না ? নাকি না দেখার ভান করে পত্রিকা পড়েন ?
স্যার আপনি সোহাগ বিশ্বাসের কথা লিখেছেন। কিন্তু আপনি কি জানেন ? তুহিন নামের একটি ছেলে, যার বয়স মাত্র ১৭ ,
গত (২৬/০১/২০১৫) দুপুরে র্যাব তুহিনের মায়ের সামনে থেকে তুহিনকে তুলে নিয়ে যায়।তারপর র্যাব তুহিনকে নির্যাতন করে এবং মেরে ফেলে।তুহিনকে মারার পর র্যাব তার লাশের উপর দিয়ে ট্রাক তুলে দেয়।পরে তার লাশ চাপাই নবাবগন্জ সদর হাসপাতালে রেখে যায় ।
স্যার আপনি যদি পলিটিক্যালি স্টান্টবাজি না করতেন তাহলে আপনার লেখায় তুহিনের কথা ও উঠে আসতো। আপনি র্যাবের খুনিদের ও ট্রাকের চাপায় পিষ্ট করে মারার কথা বলতেন। অথবা বলতেন রাজশাহীতে পুলিশের গুলিতে নিহত কলেজ অধ্যাপকের কথা।
আপনি আরো লিখেছেন , এই ৩৬ জনের মৃত্যু তালিকায় মাহবুবুর রহমান বাপ্পীর নামও আছে। সে ছাত্রদলের কর্মী, ঘরে বসে বোমা বানানোর সময় হঠাৎ করে বোমা বিস্ফোরিত হয়ে খুবই খারাপভাবে আহত হয়েছিল, ছিন্ন ভিন্ন একটা হাত কেটে বাদ দিয়েও তাকে বাঁচানো যায়নি
এটি স্যার আপনাদের মিথ্যাচার : এই বাপ্পি ছাত্রদলের কেউ না। বাপ্পি ছিলো আওয়ামীলীগ নেতা হাজী সেলিমের বোমা উত্পাদনকারী আওয়ামীলীগ ক্যাডার
বিস্তারিত : http://www.bd-today.net/newsdetail/detail/200/109382
২) স্যার আপনি লিখেছেন , আমার সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক নেতার পরিচয় নেই, থাকলে তার একটি আঙুল ধরে তার নিচে একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে দেখাতাম পুড়ে গেলে কী অমানুষিক যন্ত্রণা হয়। তারা এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ৩৬ জন মারা গিয়ে যন্ত্রণায় অবসান ঘটিয়েছেন, বেঁচে থেকে যন্ত্রণায় ছটফট করছেন আরও শত শত মানুষ
স্যার আপনি বলেছেন আপনি পত্রিকা পড়েন। এখন পেট্রল বোমা নিয়ে যারা ধরা খেয়েছে তারা তো অধিকাংশই লীগের লোক। আপনি কি আওয়ামীলীগের কোনো নেতার আঙ্গুলের নিচে মোমবাত্তি রাখার কথা বলতে পারবেন ? বলা তো দুরের কথা , কল্পনায় আনতে পারবেন ? নাকি সিপি গ্যাং আপনার লাশ শহীদ মিনারে নিতে দিবেনা বলে তা থেকে বিরত থাকেন।
স্যার আপনার হয়তো খেয়াল আছে ২০০৪ সালে শেরাটনের সামনে বাসে আগুন দিয়ে ১১ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে শেখ সেলিম, নানক, মির্জা আজমরা।
স্যার উপরের ভিডিওটা একটু দেখেন তো, এটি আপনার প্রিয় দল আওয়ামীলীগের শেখ সেলিমের স্বীকারোক্তি। তিনিই বাসে আগুন দিয়ে মানুষ মেরেছেন। তাহলে এখন কি আপনি শেখ সেলিমের আঙ্গুলের নিচে মোমবাত্তি রাখার সাহস রাখেন ?
স্যার চাপাইনবাবগঞ্জের তুহিন নামের ছেলেটিকে যেই র্যাব ট্রাকের নিচে ফেলে হত্যা করেছে সেই র্যাবকে কি আপনি গাড়ি চাপা দিয়ে মারার কথা বলতে পারবেন ? না উল্টা আপনার পেট কাটা লাশ শীতলক্ষা বা সুরমা নদীতে ভেসে উঠার কথা কল্পনা করবেন।
স্যার বাংলাদেশে যতই , রাজনৈতিক গন্ডগোল হোক না কেন , কখনই সরকারের ভয়ে লোক নিজের বাসা বাড়ি থেকে পালিয়ে যেতে হত না। ১৯৭১ সালে পাকিস্তানিদের ভয়ে সাধারণ মানুষ যেমন পালিয়ে বেড়াতো,ঠিক ২০১৫ সালে যৌথ বাহিনীর ভয়ে স্বাধীন দেশের মানুষ এইভাবে পালিয়ে বেড়ায়।
সূত্র : http://insidebd.net/news/2015/01/18/details/1715
স্যার গত বছর সাতক্ষীরাতে বুলডোজার দিয়ে বিনপি জামায়াত কর্মীদের ঘরবাড়ী ভেঙ্গে দেওয়া হয়েছিলো।
সূত্র : http://www.chairmanblog.net/archives/326
আপনি কি এখন আওয়ামীলীগের নেতাদের ঘরবাড়ী ভেঙ্গে দেওয়ার কথা বলতে পারবেন ? অথবা বলতে পারবেন আওয়ামীলীগ কতৃক তৈরী করা এই বর্বর রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্বে কথা বলতে ?
স্যার আপনি আরো লিখেছেন : আমাদের দেশে রাজনীতির হিসাব খুব সোজা। যদি সোজাসুজি পাওয়া না যায় সেটা জোর করে আদায় করে দিতে হবে। গত বছর ৫ জানুয়ারির নির্বাচনটা জোর করে বন্ধ করার জন্যে জামাত-বিএনপি অনেক চেষ্টা করেছিল, অনেক বেশি মানুষ পুড়িয়ে মেরেছিল
স্যার আপনি একটি কথা ভুলে গেছেন কেন ? গত এক বছর ধরে বেগম খালেদা জিয়া সংলাপের মাধ্যমে সমাধান চেয়েছেন। কিন্তু আপনার সরকার সংলাপে বসে নাই। তারা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে নির্বাচন করেছিলো। এখন কেন পল্টি নিচ্ছে।
আর নির্বাচনের আগে বর্তমান সময়ের মতই তো আওয়ামীলীগ নিজেরাই পেট্রল বোমা মেরেছে। রেল পথ নস্ট করে দিয়েছিলো। তার কিছু নমুনা দেখুন স্যার :-
ফেনীতে পেট্রোল বোমা তৈরিকালে ঝলসে গেছে ৪ যুবলীগ ক্যাডার
http://awamicrime.blogspot.co.uk/2013/12/blog-post_7.html
-খুলনায় রেলের ফিসপ্লেট খোলার সময় হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ নেতা জাহাঙ্গীর
http://www.dailysangram.com/news_details.php?news_id=133650
-বিএনপি-জামায়াতের নামে স্লোগান দিয়ে গাড়ি ভাংচুরকালে ৩ যুবলীগ কর্মী আটক
http://timenewsbd.com/politics/2013/10/31/14643
-বরিশালে মন্দির ও বাড়িতে আগুন দেয় ছাত্রলীগকর্মীরা!
http://awamicrime.blogspot.co.uk/2013/11/blog-post_6845.html
-Minority attack in Pabna :Some attackers seen with Tuku
http://awamicrime.blogspot.co.uk/2013/11/some-attackers-seen-with-tuku.html
স্যার এবার বলুন আপনি কিভাবে বলতে পারেন, বিএনপি জামায়াত এগুলো করেছে ? আপনার প্রিয় দলের কি কোনো দায় নেই ?
৩) আপনি লিখেছেন : আমরা সবাই ভেবেছিলাম নিশ্চয়ই বিশ্ব ইজতেমার সময়টুকুতে অবরোধ তুলে দেওয়া হবে, দেওয়া হয়নি। শুধু যে তুলে দেওয়া হয়নি তা নয়, বিশ্ব ইজতেমা থেকে ফিরে আসা মুসল্লিদের বাসে পেট্রল বোমা মারা হয়েছে
স্যার ইজতেমার জন্য অবরোধ শিথিল ছিলো , এই কথাটি আপনি জানেন না , নাকি পলিটিক্যাল গেইনের জন্য বলছেন ? কোনো অবরোধকারী তাবলীগের গাড়িতে আগুন দেয়নি।
কিন্তু স্যার আপনি কি ভুলে গেছেন
তাবলীগের ৯ জানুয়ারি ইজতেমা ময়দান থেকে হাত বোমাসহ নয় ছাত্রলীগ কর্মী আটকে আটক করা হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়ান্টিফোর সহ জাতীয় দৈনিকে এই সংবাদ দেখা গেছে
স্যার ছাত্রলীগ হাত বোমা দিয়ে ইজতেমায় কি করে ?
আর ১৯৯৬ সালে আমি তখন ক্লাস ফোর এ পড়ি. তাই বেশি কিছু মনে নেই। কিন্তু আপনি কি ভুলে গেছেন ? ১৯৯৬ সালে তত্বাবধায়কের আন্দোলনের জন্য শেখ হাসিনা ইজতেমার সময় ও হরতাল দিয়েছিলেন।
যারা তাবলিগে এসেছিলো , সেই লোকগুলোই কিন্তু ২০১৩ সালের ৫ই মার্চ ঢাকার শাপলা চত্বরে এসেছিলো। আপনি তো বলেছিলেন ওই দিন এই লোকগুলো বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে গিয়েছিলো। অধিকার কেন ৬১ জনের নাম প্রকাশ করলো , তা নিয়ে লিখে ফেললেন মিথ্যা বলার অধিকার নামের একটি লেখা।
http://opinion.bdnews24.com/bangla/archives/11382
কিন্তু গাধানিকের হিসেব মতে ওই দিন ৩৯ জনকে খুন করে আওয়ামীলীগ ও যৌথ বাহিনী।
সূত্র : http://chairmanblog.net/news/archives/53
তো স্যার আপনার কাছে একটি প্রশ্ন , এই মধ্যযুগীয় লোকগুলোর তাবলীগের জন্য আপনার এত দরদ উতলে উঠলো কেন ? রাজনৈতকি ফায়দা ??
৪) আপনি লিখেছেন স্যার : আমরা খুব দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছি। প্রতিদিন খবরের কাগজে মানুষ পুড়িয়ে মারার ছবি দেখে, মানুষকে হত্যা করার খবর পড়ে দিন শুরু করতে হয়। মাঝে মাঝে খবরের কাগজটি সরিয়ে রাখি, যেন চোখের সামনে থেকে সরিয়ে নিলেই সেই দুঃসহ ঘটনাগুলো জীবন থেকে সরে যাবে
আচ্ছা স্যার আপনি তো জ্ঞানী মানুষ। কোনো সমস্যা সমাধান করতে হলে সমস্যার গোড়াতে যেতে হয় , তা আপনি ভালো করেই জানেন। স্যার আমরা ও চাই না কেউ পেট্রল বোমায় মারা যাক , সোহাগ বা তুহিনের মত কেউ যৌথ বাহিনীর হাতে মৃত্যু হোক। স্যার খবরের কাগজটি সরিয়ে রাখলে সমস্যার সমাধান হবে না। আপনার প্রিয় দলকে বলুন জনমতকে সম্মান করে তত্বাবধায়ক ব্যবস্থা চালু করে একটি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করতে। আশা করি এটিই হলো মূল সমস্যার সমাধান। জানি আপনি তা আহ্বান করতে পারবেন না। কারণ আপনি একজন একচোখা অন্ধ আওয়ামী সমর্থক।
স্যার আপনার জানার জন্য আরো কিছু নিউজ দিলাম :-
১) – বিচারপতির বাড়িতে হামলার সময় ছাত্রলীগ নেতাসহ আটক ৩
http://www.bdtomorrow.com/newsdetail/detail/41/58726
২) হিন্দুর বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় যুবলীগ নেতা আটক
http://www.bdtomorrow.com/newsdetail/detail/41/58710
৩) আ'লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমান ককটেল উদ্ধার
http://dinkalonline.net/front/news/142236466616735
৪) নিজের ঘরে রাখা ককটেল বিস্ফোরণে আ.লীগ নেতার স্ত্রীর কবজি বিচ্ছিন্ন
http://www.risingbd.com/detailsnews.php?nssl=84756
৫) মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল বুধবার রাতে পেট্রলসহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ
http://www.prothom-alo.com/bangladesh/article/113623
স্যার এবার আশা করি বুঝেছেন কারা সোহাগদের পুড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটে।
আর প্রথমে যেই কথাটি বলেছিলাম , ফিল্টার নিয়ে
এই পর্যন্ত যে ৩৬ জন মানুষ মারা গেছে , ফিল্টার তত্বের মাধ্যমে বর্তমান অবৈধ সরকারকে সমর্থনের কারণে আপনি ও সমানভাবে এই মানুষগুলো হত্যার জন্য দায়ী। কোনো ভাবেই আপনি দায় এড়াতে পারেন না।
বিষয়: বিবিধ
২৭১৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'ষাড় লোফার এক বাল'রা একচোখা সব সময়ই!
স্বীয় স্বার্থের পরিধি বাড়াতে আন্ধারের পেঁচার মত সূর্য্যের মত সত্য কেই অস্বীকার করতে ওদের সময় লাগে না একটুও!
মন্তব্য করতে লগইন করুন