আজকের বিদ্যুত বিপর্যয় দিয়ে ভারত বাংলাদেশকে কি মেসেজ দিলো ? Worried Worried

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০২ নভেম্বর, ২০১৪, ০১:৫২:৩১ রাত



বাংলাদেশে আজকের বিদ্যুত বিপর্যয়ের ঘটনা , বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। কারণ সারা দেশে এক সাথে বিদ্যুত চলে যাওয়ার,এই ধরনের নজির নেই..ভারত থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি করে..অবৈধ আওয়ামীলীগ সরকারের কথা অনুযায়ী দেশে বিদ্যুত উত্পাদন যদি ১০ হাজার মেগাওয়াট হয়,তাহলে বাকি ৯৫০০ মেগাওয়াট কোথায় গেল ?? নাকি ভারত থেকে আরো বেশি বিদ্যুত আমদানি হয় ? ভারতে যেখানে ২৫% মানুষ এখনো বিদ্যুত পায়নি , সেখানে কোন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশকে বিদ্যুত দিয়েছে ভারত ??

বর্তমানে অবৈধ শেখ হাসিনা সরকার সামিট গ্রুপ ও আওয়ামীলীগের ব্যবসায়ীদের কুইক রেন্টালের নামে হরিলুটের ব্যবস্থা করে দিয়েছিলেন।কুইক রেন্টালের কারণে বছরে দেশের ক্ষতি ৬ হাজার ৩০৫ কোটি টাকা। যা যাচ্ছে আওয়ামীলীগ ও তাদের আইটি উপদেষ্টার পকেটে। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত গত ৫ বছরে শুধু কুইক রেন্টাল দিয়ে আওয়ামীলীগ নেতাদের পকেটে গেছে ৩১ হাজার ৫২৫ কোটি টাকা। যা বিগত বিএনপি জামায়াত জোট সরকারের ৫ বছরের মোট বিদ্যুত বাজেটের আড়াই গুন বেশি। উল্লেখ্য গত বিএনপি জামায়াত জোট সরকারের ৫ বছরে মোট বাজেট ছিলো ১৩ হাজার কোটি টাকা। যদি ও মইন ফখরুদ্দিন গংরা ২০ হাজার কোটি টাকার দুর্নীতির অপপ্রচার করেছিলো। যেখানে মোট বাজেট ছিলো ১৩ হাজার কোটি সেখানে ২০ হাজার কোটি টাকা দুর্নীতি হয় কেমনে ?



দেশের বিদ্যুত খাত, প্রথমে কুইক রেন্টাল দিয়ে হরিলুট করে পরে কিছু অংশ ভারতের উপর তুলে দিয়েছে। এই তুলে দেওয়ার কারণে বাংলাদেশের স্বাধীনতা ও সরকার ব্যবস্থা পুরোপুরি হুমকির মুখে পড়েছে।

বিএনপির আমলে এর চেয়ে ও কম লোডশেডিং এর কারণে, আওয়ামী জঙ্গিদের উস্কানিতে মানুষ রাস্তায় নেমেছিলো। শেখ হাসিনা সরকার আজকে এই রকম কিছু হবে অনুমান করে,দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করেছিলো।

যেহেতু বাংলাদেশে কার্যত বিরোধী দল নাই , এই কারণে মানুষগুলো ও হিজরা হয়ে গেছে। তাই কেউ রাস্তায় নামে নি।

যাই হোক মানুষ নামুক বা না নামুক , ভারত আমাদেরকে অনেকটাই পরাধীন করে দিয়েছে বিদ্যুত সহ বিভিন্ন দিক দিয়ে।

ভারত আজকে যেই মেইন মেসেজটা দিয়েছে তা হলো , ভবিষ্যতে বাংলাদেশের কোনো মেরুদন্ড বহনকারী সরকার যদি ভারতের কথা মত না চলে অথবা ভারতকে হাসিনার মত সুযোগ সুবিধা না দেয় তাহলে ভবিষ্যতে ওই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করতে ভারত বিদ্যুতকে,টার্ম কার্ড হিসেবে ব্যবহার করবে ।উস্কে দিবে সাধারণ মানুষকে। যাতে দেশে একটি অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের সুযোগ সৃষ্টি করে।

তাই ভবিষ্যতে যদি সত্যিকারের দেশপ্রেমিক সরকার আসে তাহলে , নিজেদের ক্ষমতা রক্ষা করতে এবং বাংলাদেশ যদি সত্যিকারের স্বাধীনতা উপভোগ করতে চায় , তাহলে ভারত থেকে দ্রুত বিদ্যুত নির্ভরতা কমিয়ে ফেলতে হবে। নাহলে ভারতের কথা অনুযায়ী হাসিনার মত পুতুল সরকার হিসেবেই ক্ষমতায় থাকতে হবে।

বিষয়: বিবিধ

২৭৩৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280427
০২ নভেম্বর ২০১৪ রাত ০২:০২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : বাঙালদের সামনে একটাই পথ খোলা। জমজম কুয়ায় পানিতে electric turbine ফিট করে বাংলাদেশে নিরবচ্ছিন বিদুৎ সর্বরাহ নিশ্চিত কেরতে হবে।
০২ নভেম্বর ২০১৪ রাত ০২:২২
224006
এস এম আবু নাছের লিখেছেন : লেখাটি পড়ার আমন্ত্রন রইলো- http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/10172/smanaser/56186
০২ নভেম্বর ২০১৪ রাত ০২:৩২
224007

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : @ এস এম আবু নাছের,

ভুত, পেত্নি, দৈত্য, দানব অথবা আল্লা সবই রুপকথার গল্পগুজব। এগুলোর উপর ভরসা করে মানুষের দিন চলবে??
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৬
224024
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : এই কামডা বাঙ্গাল হাসিনা-ইনু-মেনন গং করতে পারবে, কেননা ১০০০০ মে.ওয়াট বিদ্যুতের গালগল্প ওরাই শোনায়।
280429
০২ নভেম্বর ২০১৪ রাত ০২:২২
এস এম আবু নাছের লিখেছেন : রায়হান রহমান লিখেছেন : বাঙালদের সামনে একটাই পথ খোলা। জমজম কুয়ায় পানিতে electric turbine ফিট করে বাংলাদেশে নিরবচ্ছিন বিদুৎ সর্বরাহ নিশ্চিত কেরতে হবে। Cheer Cheer Cheer Tongue
০২ নভেম্বর ২০১৪ রাত ০৪:১০
224018

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : কি ভাই জান, আল্লারে মাঠে নামায়য়া লেজগুটাইলেন। এই ভাবে লেজগুটাইলে আপনের আল্লায় মাঠে মারা যাবে যে।
280435
০২ নভেম্বর ২০১৪ রাত ০২:৫২
আদি মানব লিখেছেন : আজিব, সত্যই আজিব। কেউই এইটা নিয়ে নিন্দুমাত্র প্রশ্ন করছে নাহ
মানুষের ভিবেক বুদ্ধি কি শেষ?
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৫:০৬
224023
চেয়ারম্যান লিখেছেন : সব বন্ধ। ডিজিটালে বুদ Surprised
280491
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৭
বিবেক লিখেছেন : আওয়ামীলীগ এটা কৌশলে জাতীকে শিখিয়ে দিল যে, ভারত যদি বিগড়ে যায় তাহলে বাংলাদেশের যে কোন সরকার নাস্তানাবুদ হবে। দেশের নিরাপত্তা কত কৌশল খাটিয়ে এই সরকার ভারতের মত হিংসুক একটি জনগোষ্টির হাতে তুলে দিল ভাবতেও অবাক লাগে!
280554
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৫০০ মেগাওয়াট এর অভাবে লোডশেডিং হতে পারে। কিন্তু এই ধরনের গ্রিড ফেইল হওয়া অসম্ভব।
280570
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাতি হিসেবে যতদিন মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারবো ততদিন এরকমভাবে *ঁ* খেতেই থাকবো। অতএব সাধু সময় থাকতে সাবধান
310389
২২ মার্চ ২০১৫ সকাল ০৬:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন :
ভারত আজকে যেই মেইন মেসেজটা দিয়েছে তা হলো , ভবিষ্যতে বাংলাদেশের কোনো মেরুদন্ড বহনকারী সরকার যদি ভারতের কথা মত না চলে অথবা ভারতকে হাসিনার মত সুযোগ সুবিধা না দেয় তাহলে ভবিষ্যতে ওই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করতে ভারত বিদ্যুতকে,টার্ম কার্ড হিসেবে ব্যবহার করবে ।উস্কে দিবে সাধারণ মানুষকে। যাতে দেশে একটি অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের সুযোগ সৃষ্টি করে।


সহমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File