লেখালেখির মাঠে ইসলামপন্থী আইনজীবিদের দৈন্যদশা
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ২৯ অক্টোবর, ২০১৪, ০৬:১১:২৮ সন্ধ্যা
আওয়ামী স্কাইপে ট্রাইবুনাল শুরু হওয়ার পর একে একে অনেক রায় দেওয়া হয়েছে। রায় দেওয়ার আগে বিচার প্রক্রিয়া শুরুর সময় বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছিলো।
জামায়াতের নেতারা যে এই সব অভিযোগে অভিযুক্ত না , তা নিয়ে বিভিন্ন লেখা, লেখা হয়েছিলো। কিন্তু অধিকাংশ লেখা লিখেছে যারা আইনের ছাত্র না। যারা আইনের ছাত্র না তাদের পক্ষে আইনের অনেক কিছু জানা সম্ভব না।
অপরদিকে এই ট্রাইবুনালের পক্ষে আওয়ামী ও বামপন্থী আইনজীবিদের বিভিন্ন সংগঠন আছে। স্কাইপে কেলেঙ্কারীর সময় বেলজিয়াম প্রবাসী জিয়াউদ্দিনের স্কাইপে সংলাপ প্রকাশ হওয়ার পর বিষয়টি আরো স্পস্ট হয়। আর তার সাথে সাথে জামায়াত নেতাদের বিরুদ্বে বিভিন্ন মিথ্যা অভিযোগগুলো প্রমান করতে এই সব আওয়ামী আইনজীবিরা বিভিন্ন ব্লগে লেখালেখি , টেলি সংলাপ, আওয়ামী,বামপন্থী তরুনদের সাথে সংলাপ সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। একটি মিথ্যা কে ১০০ বার প্রচার করলে সেটি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মিথ্যা প্রতিষ্ঠিত করার কাজটি তারা গত ১০ বছর ধরে করে আসছে।
অন্যদিকে ইসলামপন্থী আইনজীবিদের কার্যক্রম একদম শুন্য। ধরেন এই সব অভিযোগ যে মিথ্যা ভাবে সাজানো , সেগুলোর অসঙ্গতি , এগুলো কিভাবে আইনের সাথে কনফ্লিক্ট , অথবা ট্রাইবুনাল যেই রায় বা রাজনৈতিক পর্যবেক্ষণ দিয়েছে , সেই রায় বা পর্যবেক্ষণ দেওয়া ট্রাইবুনালের এখতিয়ার নেই। এই জিনিসগুলো নিয়ে ইসলামপন্থী আইনজীবিদের উল্লেখযোগ্য কোনো লেখা অন্তত আমার চোখে পড়ে নাই।
যখন আওয়ামী বামপন্থী শাহবাগী নিঝুম মজুমদার আইনের ভাষায় বিভিন্ন অভিযোগ সত্য প্রমানের চেষ্টা করে , তখন আরেকজন আইনজীবী ছাড়া তার সত্য মিথ্যা যাচাই করা , সাধারণ ছাত্র বা ব্লগারের পক্ষে যাচাই করা কঠিন হয়ে পড়ে।
লন্ডনে ইসলামপন্থী আইনজীবিদের একটি বিশাল গ্রুপ আছে।একটি ল(আইন ) ইউনিট ও আছে। কিন্তু ফেসবুকে তারা সব সময় একটিভ থাকলে ও এই সব অভিযোগ , বা ট্রাইবুনালের অসঙ্গতি নিয়ে লেখালেখি একদমই করে না। হয়তো অনেকেই বলবেন , রায় যা দেবার তা তো দিয়েই দিবে তাহলে লিখে কি হবে। আরে ভাই আপনার আজকের লেখা আগামী দিনের হিস্টোরি। যদি নিঝুম মজুমদার,অমি পিয়ালরা গত ১০ বছর ধরে একই বিষয় নিয়ে লিখতে পারে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় যুদ্বাপরাধ ট্রাইবুনাল আজকের এই পর্যায়ে আসতে পারে, তাহলে আপনাদের লিখতে সমস্যা কোথায় ?
আপনারা লিখলে অন্তত অনেক মানুষ তো এই বিষয়গুলো নিয়ে জানতে পারবে। কিভাবে এই ট্রাইবুনাল চলছে ? কি রকম ভুয়া অভিযোগে নেতাদের অভিযুক্ত করছে । কিন্তু আসলেই ইসলামপন্থী আইনজীবিদের এই লেগে থাকার সময় কই ? সত্য কি এত সহজেই প্রতিষ্ঠিত হবে ??
বিষয়: বিবিধ
২২৯২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রে ভাই!
আন্নের বিয়ার কি খবর ?
কথা সত্যি হলে এট্রু লেট করার খায়েস জন্মিছে
প্রচুর লিখতে হবে ভাই
আপনার লেখা টা পড়ে অনেক ভাল লাগলো। আসলেই এ বিষয় ট নিয়ে ভাবা উচিত তাদের।
১। অধ্যাপক গোলাম আযমঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/55617
২। মাওলানা মতিউর রহমান নিজামীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56011
৩। আল্লামা সাঈদী: http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56940
৪। আলী আহসান মোঃ মুজাহিদঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/55102
৫। মোঃ কামারুজ্জামানঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56223
৬। এটিএম আজহারুল ইসলামঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/5371
৭। মীর কাসেম আলীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56087
৮। শহীদ আব্দুল কাদের মোল্লাঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/58426
Facebook Page: https://www.facebook.com/FreeJamaatLeadersBD,
https://www.facebook.com/FreeSayeedi
মন্তব্য করতে লগইন করুন