ছোটকালের সিনেমা দেখা আর অনন্তের What is Love এবং প্রবাসীদের What is Eid ?? Happy Happy

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০৫ অক্টোবর, ২০১৪, ১১:০৪:৩৬ রাত



আমি নানুর আদরের নাতি। কি রকম আদরের লিখে বুঝানো যাবে না।এখনো ফোন দিতে দেরী হলে বলবে , হ্যা এখন আর আমার কি দরকার। এখন তো নতুন একজন এসেছে। Love Struck আম্মার বড় ছেলে আর নানীর বড় নাতি হিসেবে নানাদের বাড়িতে বেশি যাওয়া হতো। স্কুল শেষ করে প্রায় বৃহস্পতিবারেই নানুর বাড়িতে যেতাম। আমার আম্মার বিয়ের কয়েক মাস পরে নানা মারা যায়,তাই নানাকে দেখার সৌভাগ্য হয়নি। ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে নানার সাথে দেখা হবে মহান রবের কাছে সেই প্রার্থনা।

ছোট কালে আমাদের ঘরে টিভি ছিলো না। কারণ দাদা টিভি আনতে দিবে না। ছোটকালে আলিফ লায়লা দেখার কারণে দাদার যে কত দৌড়ানি খেয়েছি তার কোনো খেয়াল নেই। তাই নানীকে দেখা ছাড়া ও ,নানা বাড়িতে যাওয়ার আরেকটি কারণ হলো শুক্রবারের বাংলা সিনেমা দেখা। সাদা কালো টিভিতে , বাজার থেকে ব্যাটারি ভাড়া করে , শুক্রবারের সিনেমা দেখতাম। সিনেমার করুন কাহিনী দেখে কেদে দিতাম। আর ভিলেনদের কে অভিশাপ দিতাম। কেন নায়ক,নায়িকাদের এত কস্ট দেয়। শুক্রবারে সিনেমা দেখে আবার শনিবার সকালে সরাসরি স্কুলে এসে ক্লাস করতাম।

আমাদের থানাতে সিনেমা হল না থাকাতে লাকসাম গিয়ে সিনেমা দেখতাম। লাকসামে ২ টি সিনেমা হল আছে। একটির নাম পলাশ , আরেকটির নাম পড়শী। যখন একদম ছোট ছিলাম তখন মনে করতাম, পলাশে মনে হয় পলাশ নামের কোনো ছেলে নাচ ,গান ও অভিনয় করে। আর পড়শীতে , পাড়া পড়শী মিলে অভিনয় গান,নাটক করে। Tongue Tongue



তবে বড় হয়ে ও কিছু সিনেমা দেখেছি। বন্ধু আলমগীরের সাইকেলে চড়ে একসাথে তিন জন সিনেমা দেখতে যাওয়া। ৩ জন নিয়ে এক টানা ৭ কিলোমিটার সাইকেল চালানো একজনের জন্য কস্ট হয়ে যেত। তাই ৭ কিলোমিটার রাস্তায় শিফট করে চাইকেল চালাতাম। সিনেমা যাওয়ার টাকা না থাকলে ও কোথায় থেকে টাকা যোগার হত নিজেই জানতাম না। সিনেমা দেখতাম ১২ টা থেকে ৩ টা। বাড়ি থেকে স্কুলে আসার নাম করে সিনেমা দেখতে যেতাম। সিনেমা শেষ করে স্কুলের কাছাকাছি আসতে আসতে স্কুল ছুটি হয়ে যেত.. Tongue আর বাজারের কোনো দোকানে রেখে যাওয়া বইগুলো নিয়ে স্কুল ফেরত ছাত্রছাত্রীদের সাথে বাড়িতে যেতাম।



আহ আম্মা তো ভাবতো , আমার ছেলে কত লেখাপড়া করে রে। Happy তবে আম্মা মাঝে মাঝে আমাদের বাড়ির ক্লাসমেট গোয়েন্দাগুলোর মাধ্যমে জেনে যেত আমি কোথায় গিয়েছি। তখনি শুরু হত নন-স্টপ শলার মুঠোর পিঠা। Crying Crying আর এই রকম স্কুল কামাই নিয়ে স্যারেরা তেমন কিছু বলতো না। কারণ আমি ছিলাম সব সময় ক্লাসের ফার্স্ট বয়। Good Luck

আমাদের বাজারে কয়েকটি সিডি প্লাস চা দোকান ছিলো। সেগুলোতে ২ টাকার কিছু খেলে ১ টি সিনেমা দেখা যেত । তো বিল্লালের দোকানে একদিন চুরি করে সিনেমা দেখতেছি। বর্তমানে সৌদি প্রবাসী শরিফ ভাইয়ের মাধ্যমে আমার দাদা জেনেছে আমি সিনেমা দেখছি। শরিফ ভাই চাইতো না আমি এই সব দেখি। হটাত দেখলাম আমার দাদা সিডি দোকানে ডুকে দিছে দৌড়ানি।



Worried ধরা খেলে নিশ্চিত দাদার হাতের মাইর খেতে হবে। তাই সিডি দোকানের পিছন দিয়ে দিলাম দৌড়। I Don't Want To See যেখান দিয়ে দৌড় দিলাম সেখানে ছিলো কোমর সমান পানি। কোনো রকমে সাতরে , ভিজা প্যান্ট নিয়ে চলে গেলাম নানার বাড়িতে। ২ দিন পরে বন্ধু মারফত জানলাম ছোট ভাই অসুস্থ। তারপর বাড়িতে আসার পর অবশ্য দাদা কিছু বলে নাই। দাদার এই রকম দৌড়ানি খাওয়ার অনেক স্মৃতি আছে। Cool



বর্তমান সময়ে অবশ্য সিনেমা দেখাই হয় না। ফেসবুক, ব্লগ,নিউজ নিয়েই সময় চলে যায়। বিভিন্ন কারণে আলোচিত বর্তমান সময়ের আলোচিত নায়ক অনন্ত জলিলের সাথে এটিএন বাংলার এক সাক্ষাত্কারের মাধ্যমে পরিচিতি লাভ করি। তিনি সেই সাক্ষাত্কারে ইংলিশ উচ্চারণে কিছু ভুল করার কারণে আরো বেশি আলোচিত হয়েছিলেন। যাই হোক অনন্তের যখনি কোনো ছবি বের হয় তখন প্রথাগত মিডিয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ও ঝড় উঠে। তার সর্বশেষ ছবির নাম সম্ভবত নিঃস্বার্থ ভালোবাসা'.ইংরেজিতে সিনেমাটির নাম রেখেছেন (What Is Love)? । এত দিন নামের এই ইংরেজি রূপক অর্থের কোনো অর্থ বুঝেনি। Thumbs Down



তবে গতকাল রাত্রে যখন হটাত ঈদ নিয়ে ভাবতেছি , আনমনে অনন্তের ছবির মত ভাবলাম , What is Eid ? নরমাল অর্থ দাড়ায় ঈদ মানে কি ? কিন্তু আপনি যদি অনন্তের এই ছবির মত , বাংলাদেশের একটি বৃহত জনগোষ্ঠী , যারা বাংলাদেশের ইকনোমিকে টিকিয়ে রেখেছেন , তাদের জীবনধারা ও কার্যক্রম ভাবেন , তাহলে প্রবাসী বাংলাদেশীদের জীবনে ও বছরের ২ টি ঈদ , অনন্তের ছবির মত , What is Eid । অর্থাৎ নিঃস্বার্থ ঈদ।

আপনি যখন দেশে থেকে ঈদের পরিকল্পনা করছেন , কেমন পোশাক কিনবেন,বা আপনাদের কোরবানির গরুটি কেমন হবে , তখন প্রবাসে অবস্থানকারী আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটি , আপনার পোশাক ও কুরবানির গরুর টাকা যোগাতে , হয়তো টাকা বাঁচানোর জন্য দুপুর বেলায় ঠিকভাবে খায়নি। সেই বাচানো টাকা পাঠায় আপনাদের জন্য। আপনারা ঈদে নতুন পোশাক পড়ে আনন্দ করেন , আর হয়তো আপনার ভাই আপনাদের পড়ালেখা চালাতে গিয়ে গত ৩ ঈদে নিজের জন্য একটি প্যান্ট ও কিনেনি। যদি ও তার প্যান্টটি নিচ দিয়ে ছিড়ে গেছে। Crying

প্রবাসে অবস্থানকারী ভাইটি যখন একমাস বাড়িতে টাকা পাঠাতে না পারে , তখন আপনাদের হাজারো অভিযোগ। ভাই কেন ঠিক মত টাকা দেয় না ? কিন্তু আপনি কি কখনো ভাইকে এক মিনিট ফোন দিয়ে জিগ্যেস করেছেন , ভাই কি কোনো সমস্যায় আছে ? না আপনার হাতে সেই সময় কই ? Broken Heart

বর্তমান সময়ে ভাইবার ,স্কাইপের যুগে এক মিনিট কল করতে কোনো টাকাই খরচ হয় না। আপনার ভাই আপনার জন্য যখন বিদেশ থেকে টাকা পাঠায় , সেই টাকাটি পাওয়ার পর এক মিনিট ফোন করে টাকা পাওয়ার কথাটি শুনানোর সময় নেই। থাকতো ধন্যবাদ দেওয়া।
;Winking

আপনার ভাইয়ের প্রদত্ত টাকা যখন শেষ হয়ে যায় , তখন হয়তো একটি মিস কল দিয়ে ভাইকে স্মরণ করিয়ে দিতে চান ,ভাই টাকা দরকার। Day Dreaming কিন্তু আপনার ভাই যে আকামা , বা ভিসা লাগাতে গিয়ে প্রত্যেক বছর অনেক টাকা খরচ করে , অথবা মালিকের কাছ থেকে বেতন পায়নি , এগুলো কখনই বিবেচনা করেন না।



প্রবাসে সব সময় আপনার আপনজন একাকীত্বে থাকে। আপনারা যখন আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন , আপনার প্রবাসী ভাইটি হয়তো ঈদের দিন কোনো ছুটি পায়নি। অথবা পেলে ও আপনাদের কথা ভেবে একাকী একাকীত্বে বাসায় বসে নীরবে অশ্রু বিসর্জন করছে ।



তবু ও ঈদ উপলক্ষে ও ৮৮ লক্ষ প্রবাসীর মধ্যে অনেক প্রবাসীর খবর বাংলাদেশে অবস্থানরত আত্মীয় স্বজনরা না নিলে ও , একটি শুভেচ্ছা না পেলে ও , নিঃস্বার্থভাবে আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে যাচ্ছে। আর এই রুটি রুজির ব্যবস্থা করতে পেরেই আপনার ভাইটি অনেক খুশি। আর পার করছে,What is Eid অর্থাৎ নিঃস্বার্থ ঈদ Love Struck Love Struck Happy Happy

আর এই ভাবেই সংগ্রাম করে যাচ্ছে ৮৮ লক্ষ বাংলাদেশী প্রবাসী। সেই রকম একজন প্রবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক।



বিষয়: বিবিধ

২৬১২ বার পঠিত, ৫৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271743
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
রসিক হাকিম লিখেছেন : ভাল লাগলো ।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:১২
215865
চেয়ারম্যান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া। ঈদ মুবারক Love Struck
271744
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:১৪
বুড়া মিয়া লিখেছেন : ঈদ মুবারক আপনাকেও

ছোটবেলা দেখা যায় আমাদের মতোই ভয়াবহ বেত্তোমিয ছিলেন ...
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:২৬
215868
চেয়ারম্যান লিখেছেন : ভাই হালকা পাতলা থাকতে হয়। আরো কত কিছু আছে। সময় পেলে শেয়ার করবো ইনশাল্লাহ। Love Struck Love Struck
271754
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৯
ইমরান ভাই লিখেছেন : দেশ থেকে ঈদ মোবারক দিলাম চেয়ারম্যান ভাই। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনিক।
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
216049
চেয়ারম্যান লিখেছেন : আমিন । আপনাদেরকে ও ঈদ মুবারক। সকল গ্লানি মুছে ঈদের দিন হোক আনন্দের Good Luck
271758
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৮
ফেরারী মন লিখেছেন : প্রথমে ভালো লাগলেও পরে এসে যেন থমকে গেলাম। আপনার প্রত্যেকটা লেখার মাঝে এই একটা বৈশিষ্ট্য ভালো লাগে।

তয় ভাবি ভালো? Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
216051
চেয়ারম্যান লিখেছেন : দিন গেল তোমারো পথ চাহিয়া। এবার বলেন কেউ ভালো থাকতে পারে Tongue Tongue
ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা 3:-O 3:-O
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৬
216096
ফেরারী মন লিখেছেন : এই জন্যই বলি বউ রেখে বিদেশে যাবেন না।
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৪
216198
চেয়ারম্যান লিখেছেন : মামু বাস্তবতা তো কঠিন। কি করা। গরিব হইলে বাস্তবতা মেনে নিতে হয় Happy
271769
০৬ অক্টোবর ২০১৪ রাত ১২:০৫
চেয়ারম্যানের বউ লিখেছেন : :(:(:(:(
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
216052
চেয়ারম্যান লিখেছেন : Love Struck Love Struck Love Struck Clown Clown Tongue Tongue
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৭
216097
ফেরারী মন লিখেছেন : আহা সোয়ামির জন্য কত দরদ। যেন দুধের মত উতলাইয়া পড়তেয়াছে Love Struck Love Struck
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৪
216199
চেয়ারম্যান লিখেছেন : আমার একমাত্র বউ Love Struck দরদ তো পড়বেই। তাই না ? Tongue @ফেরারী আসামী Rolling on the Floor
271785
০৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৩১
দ্য স্লেভ লিখেছেন : আপনার এই দারুন হৃদয়স্পর্শী লেখাটি স্টিকি না হলে খারাপ লাগবে। অসাধারণভাবে অবেগ দিয়ে একটি সরল লেখা লিখলেন যা হৃদয় স্পর্শ করল। আমিও একটি হোয়াট ইজ ঈদ করলাম,মানে দারুন ঈদ করলাম
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
216053
চেয়ারম্যান লিখেছেন : মদু ভাই ষ্টিকি করেছে। হ্যা সকল প্রবাসীদের আনন্দের ঈদ হোক। সেটাই কামনা। দেশে আসলে কিন্তু রান্নার প্রতিযোগিতা হবে Tongue Tongue
271838
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪৫
চোথাবাজ লিখেছেন : আপনার এই দারুন হৃদয়স্পর্শী লেখাটি স্টিকি না হলে খারাপ লাগবে।
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
216054
চেয়ারম্যান লিখেছেন : হুম। ঈদের শুভেচ্ছা অফুরন্ত। ঈদ মুবারক ~:>
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৭
216098
ফেরারী মন লিখেছেন : আপনি বলার আগেই স্টিকি করেছে। Waiting
271848
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২২
কাহাফ লিখেছেন :

ফেলে আসা শৈশবের সোনালী দিনগুলোর বর্ণনা অজান্তেই টেনে নেয় সুদুর অতীতে।
প্রবাসীদের জীবন পর্যলোচনায় অসাধারণ মুল্যায়ণ সম্বলিত আবেগঘন সুন্দর লেখনী উপহার দেয়ায় অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানচ্ছি.......... Rose Rose Rose
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
216055
চেয়ারম্যান লিখেছেন : আপনাকে ও শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আসলেই আগের দিন গুলো অনেক ভালো এবং রোমাঞ্চকর ছিলো। এখন ও সেই দিনগুলোকে খুঁজে ফিরি Happy
271878
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
216056
চেয়ারম্যান লিখেছেন : আপনাকে ও ধৈন্না পাতা Good Luck Good Luck
ঈদ মুবারক
গরু না খাসি ?Rolling on the Floor <:-P
১০
271888
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৪
আবু জান্নাত লিখেছেন : প্রথম দিকে আপনার দুষ্টামীর কিচ্ছা কাহিনী পড়তে পড়তে শেষে এসে থমকে গেলাম। একজন প্রবাসী হিসেবে প্রবাসীদের দুর্দশা নিজ চোখে দেখার সৌভাগ্য/দুর্ভাগ্য নিত্যদিনের। ৫% হবে হয়তো যারা ভালো ইনকামসোর্স, বিজনেস কিংবা ভালো কোন চাকরিতে আছেন। ৯৫% বাংলাদেশীরই হাল বেহাল, পলিথিন প্লেটে খাবার ও তাবুক নামক পাথরের বালিশে আগুনের পুলকি নামক হাওয়াতে একটু ঝিরিয়ে নেয়া, ঘামের জলে অগনিত গোসল করা, ৫/৬ মাস বেতন না পাওয়া, বাড়িতে যেতে মন চাইলে ৬ মাস আগথেকে টিকিটের টাকা জোগাড় করা, বড় বড় প্রাসাদের কাজে জীবন বিলীয়ে দেওয়া, আরো কত কি।
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
216057
চেয়ারম্যান লিখেছেন : একদম বাস্তব সত্য বলেছেন। অনেকেই আছে জীবনের রিস্ক নিয়ে বিদেশ পাড়ি দিচ্ছে , শুধু প্রিয়জনদের মুখে হাসি উপহার দেওয়ার জন্য। আর এখন বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ইমিগ্রেশন রুলস কঠিন করার কারণে প্রবাসীদের আরো বেশি ভোগান্তি হচ্ছে
১১
271895
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১০
জেদ্দাবাসী লিখেছেন : তবে বেশির ভাগই অপ্রবাসীরা ঐ রকম নয়। স্টিকি পোস্টে অভিনন্দন। প্রবাসী স্বার্থে পোস্টের জন্য ধন্যবাদ। আপনাকেও নিঃস্বার্থ ঈদ মুবারক
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
216058
চেয়ারম্যান লিখেছেন : হা। তবে আমার দেখা অনেকেই আছে এই রকম। তবে এত কষ্টের বিনিময়ে প্রবাসীরা চায় একটু শ্রদ্বা ও স্বীকৃতি। কিন্তু পারিবারিক কুটচাল ও ভোগবাদী মনমানুষিকতার কারণে সেটি ও জুটে না ,। আপনাকে ই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক ভায়া Love Struck
১২
271905
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০২
ইবনে হাসেম লিখেছেন : চেয়ারম্যান ভাই, স্টিকি পোস্টের জন্য অভিনন্দন গ্রহন করুন। আর ঈদ মোবারক তো আগেই নিবেন। আপনার ছোটবেলায় সিনেমা দেখার কাহিনীর সাথে আমার টিভি দেখার ঘটনার দারুন মিল। বাসায় টিভি ছিলনা। তাই পাশের বাসায় কোন জনপ্রিয় সিরিয়াল দেখার হলে, নিজের রুমের বাতি নিবিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমের ভান করে, কিছুক্ষণ পর যখন বুঝতাম পাশের রুমে বাবা মা শুয়ে পড়েছেন, তখন পা টিপে টিপে দরজা খুলে, ভেজিয়ে রেখে উঠানের দেয়াল টপকে চলে যেতাম সিরিয়ালটি দেখতে। দেখা শেষে পুনঃ একই পন্থায় ফিরে এসে রুমে গিয়ে শুয়ে পড়তাম। কখনো বিপাকে পড়েছি বলে মঃ হয়না। তবে পরীক্ষার আগেও লাইব্রেরী থেকে গল্প বই হায়ার করে এনে পাঠ্য বইয়ের মাঝে রেখে পড়া করার ভান করতে গিয়ে, একদিন ঠিকই ধরা খাইলাম। বাবা গল্প বইটা নিয়ে সাথে সাথে ম্যাচ দিয়ে তাতে আগুন দিয়ে দিলেন পুড়ে। অতঃপর অনেকদিন লাইব্রেরীর পথটি এভয়েড করে যেতাম.....
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
216059
চেয়ারম্যান লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ এবং ভাবি বাচ্চা সহ আপনাকে ও ঈদ মুবারক।
আসলে ছোটকালে এই রকম কিছু না কিছু ঘটনা সবার একই রকম ছিলো। কারণ ঘটনাগুলো তো সবাই মিলেই হত Love Struck

আমি দৌড়ানি বেশি খেয়েছি ক্রিকেট খেলার জন্য। সেটা না হয় আরেক দিন লিখব। Happy
১৩
271906
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৬
অসহায় মুসাফির লিখেছেন : আপনাকেও ঈদ মুবারক। লেখার শুরুটা পড়ে খুব মজা পেলেও শেষের দিকে এসে মনটা কেমন জানি করছে।
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
216060
চেয়ারম্যান লিখেছেন : হুম। এটাই বাস্তবতা ভাইয়া। দেশ থেকে অনেক কিছু অনুধাবন করা যায় না। আপনাকে ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা Good Luck
১৪
271924
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ডারুণ উপভোগ্য পোস্ট

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
216061
চেয়ারম্যান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনাকে ও ধন্যবাদ। ভাবি বাচ্চা সহ ফ্যামিলির সবাইকে ঈদ মুবারক।
আল্লাহ আমাদের কুরবানির প্রকৃত শিক্ষায় আলোকিত করুক। আমিন Happy
১৫
272008
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে।
বিদেশ গিয়ে আকামার ঝক্কি ঝামেলায় পড়ে হা হুতাশ করে টাকা ঠিক ঠাক না দিলে বউটা থাকেবতো!
যাকগে সমবেদনা সকল প্রবাসীর জন্য।
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৪
216194
চেয়ারম্যান লিখেছেন : হু এটাই বাস্তবতা। দেশে যদি অন্যায় অনাচার না থাকতো , তাহলে বিদেশে গিয়ে এত কস্ট করতে হত না
১৬
272033
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৪
আফরা লিখেছেন : খুব সুন্দর বাস্তব হৃদয়ছুয়ে যাওয়া লেখাটি পড়ে ভাল লাগল ।
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৫
216195
চেয়ারম্যান লিখেছেন : ধন্যবাদ। সকল প্রবাসীর জন্য আনন্দঘন ঈদের প্রার্থনা Happy
১৭
272037
০৭ অক্টোবর ২০১৪ রাত ১২:১৩
বাজলবী লিখেছেন : প্রবাসীদের মনে জমানো কথা গুলো অাপনার মাধ্যমে প্রকাশ হলো।বাস্তব লেখাটি পড়ে হূদয়ে অনেক শান্তি পেলাম। সহমত প্রকাশে অামি এক প্রবাসী।জাযাকাল্লাহ খাইর।
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৬
216196
চেয়ারম্যান লিখেছেন : বাস্তবতা হয়তো আরো কঠিন। আপনারা ও তুলে ধরতে পারেন , আপনাদের ঐখানের বাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুক , এটাই কাম্য
১৮
272049
০৭ অক্টোবর ২০১৪ রাত ০৩:১২
সাদিয়া মুকিম লিখেছেন : বহুদিন পর আপনার সেই সাবলীল লিখা পড়ার সুযোগ হলো! দুরন্ত শৈশব খুব উপভোগ করলাম! বেশিরভাগ ছেলেদের দেখছি চুরি করে সিনেমা হলে দেখতে যাওয়া একটা কমন হেবিট! Surprised যাক দুর্দান্ত হলেও আপনি ফার্স্ট বয় ছিলেন সেজন্য অবশ্যই আপনার অনেকটা ছাড় ছিলো মনে হয়! Give Up

প্রবাসজীবনের কথা পড়ে মনটা ভারাক্রান্ত হয়ে এলো ! Broken Heart
দোআ রইলো প্রবাসীর পাঠানো টাকাকে ভালোবাসার সাথে সাথে প্রবাসী ভাইটিকেও এর থেকে বেশি ভালবাসুক তার পরিবার পরিজনেরা! Good Luck

সুন্দর ও স্টিকি পোস্টে অনেক অনেক শুভেচ্ছা! Thumbs Up
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১১
216197
চেয়ারম্যান লিখেছেন : আপনি কিভাবে জানলেন ছেলেরা চুরি করে সিনেমা দেখার হেবিট Smug আমাদের ভাইয়া বলেছে নাকি Tongue ভাইয়ার ও তো দুরন্ত কৈশোর ছিল তাহলে।
আলহামদুলিল্লাহ ফার্স্ট বয় হিসেবে স্যারেরা অনেক আদর করতো। স্কুল মিস করলে ও কিছু বলতো না Happy
মন ভরাক্রান্ত করে কি করবেন। এটাই তো বাস্তবতা আপুনি।
আপনাকে ও শুভেচ্ছা এবং ঈদ মুবারক। সাথে আপনার পরিবারকে ও
১৯
272063
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৬:১২
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার দাদা দেখছি আমার দাদার মত কড়া ছিলেন। সব ছেলেদের দুষ্টামি করার কাহিনী মনে হয় এক। ভাল লাগল আপনার শৈশব স্মৃতি। Happy প্রবাসী ভাইদের এই কষ্টগুলো প্রবাসী ছাড়া দেশে কারো পক্ষে বুঝা সম্ভব নয়। শ্রদ্ধা এবং দোয়া রইল সকল ভাইদের জন্য। স্টিকি পোস্টে অভিনন্দন আপনাকে। Rose Good Luck Rose
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২০
216294
চেয়ারম্যান লিখেছেন : আমার দাদা আসলেই অনেক কড়া। উনার কথা হলো , খাও , ঘুমাও , আর পড়ালেখা কর। তবে বয়সের ভারে এখন দাদার আর এত তেজ নেই।
আসলেই প্রবাসীদের বেদনা শুধু প্রবাসীরাই বুঝতে পারে Happy
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও ঈদ মুবারক Good Luck
২০
272067
০৭ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৪
শেখের পোলা লিখেছেন : সিনেমার কথা থাক৷ আপনিযে ৮৮ লক্ষ্য প্রবাসীর অন্তরের কথা অন্তর দিয়ে অনুভব করে অন্তরে ছুঁড়ে মেরেছেন তার জন্য আপনাকে অন্তর থেকে ঈদ মুবারক জানাই৷ And it is our Eid,
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২০
216295
চেয়ারম্যান লিখেছেন : ভাই প্রবাসীদের কথা তো প্রবাসীরাই জানবে। তাই না ? আপনার কেমন গেল ঈদ ?
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও ঈদ মুবারক Good Luck
২১
272096
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে নানার সাথে দেখা হবে মহান রবের কাছে সেই প্রার্থনা। Praying Praying Praying
নানীকে দেখা ছাড়া ও ,নানা বাড়িতে যাওয়ার আরেকটি কারণ হলো শুক্রবারের বাংলা সিনেমা দেখা। - সিনেমা দেখে জান্নাতুল ফেরদৌস যাত্রা? Thinking Thinking Thinking
তখনি শুরু হত নন-স্টপ শলার মুঠোর পিঠা
কোনো রকমে সাতরে , ভিজা প্যান্ট নিয়ে চলে গেলাম নানার বাড়িতে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
নিঃস্বার্থ ভালোবাসা'.ইংরেজিতে সিনেমাটির নাম রেখেছেন (What Is Love) - চমৎকার অনুবাদ Tongue Tongue Tongue
বাংলাদেশের একটি বৃহত জনগোষ্ঠী , যারা বাংলাদেশের ইকনোমিকে টিকিয়ে রেখেছেন , তাদের জীবনধারা ও কার্যক্রম ভাবেন , তাহলে প্রবাসী বাংলাদেশীদের জীবনে ও বছরের ২ টি ঈদ , অনন্তের ছবির মত , What is Eid । অর্থাৎ নিঃস্বার্থ ঈদ।
আপনি যখন দেশে থেকে ঈদের পরিকল্পনা করছেন , কেমন পোশাক কিনবেন,বা আপনাদের কোরবানির গরুটি কেমন হবে , তখন প্রবাসে অবস্থানকারী আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটি , আপনার পোশাক ও কুরবানির গরুর টাকা যোগাতে , হয়তো টাকা বাঁচানোর জন্য দুপুর বেলায় ঠিকভাবে খায়নি। সেই বাচানো টাকা পাঠায় আপনাদের জন্য। আপনারা ঈদে নতুন পোশাক পড়ে আনন্দ করেন , আর হয়তো আপনার ভাই আপনাদের পড়ালেখা চালাতে গিয়ে গত ৩ ঈদে নিজের জন্য একটি প্যান্ট ও কিনেনি। যদি ও তার প্যান্টটি নিচ দিয়ে ছিড়ে গেছে।
প্রবাসে অবস্থানকারী ভাইটি যখন একমাস বাড়িতে টাকা পাঠাতে না পারে , তখন আপনাদের হাজারো অভিযোগ। ভাই কেন ঠিক মত টাকা দেয় না ? কিন্তু আপনি কি কখনো ভাইকে এক মিনিট ফোন দিয়ে জিগ্যেস করেছেন , ভাই কি কোনো সমস্যায় আছে ? না আপনার হাতে সেই সময় কই ? - প্রবাসীদের মনের কথা বলেছেন ভাই, এই পোস্ট স্টিকি করার জন্য মডারেটরদের ধন্যবাদ Rose Rose Rose Rose Rose Rose Rose
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ও ঈদ মুবারাক। আল্লাহ আমাদের ভাল কাজগুলো গ্রহন করুন এবং আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমীন Praying
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৩
216296
চেয়ারম্যান লিখেছেন : আপু সিনেমা তো ছোট কালে দেখেছি। এখন তো আর দেখি না। আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন ক্ষমা করে দেন। Happy
আপনি তো প্রবাসে আছেন। আপনি ও এই ধরনের ঘটনার সাক্ষী।
ওয়ালাইকুম আসসালাম।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও ঈদ মুবারক Good Luck
২২
272098
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিনেমা চুরি করে দেখিনাই কখনও!! মনে হয় একটা মজা মিস করেছি। আমি অবশ্য সিনেমার আকর্ষন কমই বোধ করতাম।
প্রবাসিদের টাকার যে অপব্যবহার হয় সেই জন্য প্রবাসিরাও খানিকটা দায়ি। আমি দেখেছি বিদেশ থেকে প্রচুর অর্থ নিয়ে এসে সেই অর্থ বোনের বা মেয়ের বিয়েতে বিপুল অপচয় করে আবার বিদেশে ফিরে যাচ্ছে। এই অর্থ যদি কো উৎপদন মুলক ক্ষেত্রে ব্যায় করা হতো সেই ক্ষেত্রে তা দেশের ও অনেক উপকারে আসত। এক প্রবাসিকে দেখেছি ছোটভাইকে পার্টটাইম চাকরি করতে দেয়নি পড়ার ক্ষতি হবে বলে। সেই ছোটভাই দির্ঘদিন চাকরি পায়নি। তার খরচ বহন করতে হয়েছে তাকেই। অথচ ছেলেটি যদি পড়ার সময়ই পার্টটাইম চাকরি করত তাহলে সে সহজেই একটি চাকরি পেত তার অভিজ্ঞতার জন্য। প্রবাসিদের আমার মনে হয় আবেগ কে নিয়ন্ত্রন করে চলার চেষ্টা করা উচিত। এই আবেগের জন্য তাদের পরিশ্রম এর ফল নষ্ট হচ্ছে।
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৬
216298
চেয়ারম্যান লিখেছেন : তাহলে একটা কিছু মিস করেছেন। তবে অবশ্যই ভালো অভ্যাস , সিনেমা দেখার এত ইচ্ছে নেই আপনার।
ভাই ইচ্ছে করলেই বিয়েতে কম খরচ করা যায় না। আমার বিয়েতে একদম সিম্পল করতে চেয়েছিলাম। কিন্তু পারা যায় না। আত্মীয় স্বজনদের কত আবদার।
তবে এটি ঠিক অনেক প্রবাসী সুযোগ থাকা সত্বে ও উত্পাদনমূলক খাতে বিনিয়োগ করে না। তবে আমাদের দেশে যেহেতু মেক্সিমাম মানুষ মিডল ক্লাসের , তাই সবাই আগে একটি ভালো বাড়ি করতে চায়। এই টাকা দিয়ে উত্পাদনমুখী কিছু করে , যদি ইনকামের একটি সোর্স তৈরী করা যায় তাহলে সারা জীবন বিদেশ করতে হয় না
২৩
272101
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : চমৎকার উপলব্দি, সাথে শৈশব স্মৃতি। খুবই ভালো লাগলো। যাজাকাল্লাহ্ খাইরান।
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৭
216300
চেয়ারম্যান লিখেছেন : হ্যা এই রকম আরো আছে অনেক। ইনশাল্লাহ লিখবো সময় করে।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও ঈদ মুবারক Good Luck
২৪
272104
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি জীবনেও সিনেমা হলে ঢুকিনি। একবার ক্লাস ৬ বা ৭ এ থাকতে আমার কয়জন ক্লাসমেইট-বন্ধু মিলে জোর করে নিয়ে গেইটে গিয়ে কুলে তুলে সিনেমা হলের ঢুকানোর চেষ্টা করলে দরজা থেকে এক দৌড়ে পালিয়ে গেলাম অনেক দুরে।

প্রবাসীদের কথাগুলো পড়ে খুব খারাপ লাগলো।
পোস্ট সুন্দর হয়েছে - ভালো লাগলো অনেক। যাজাকাল্লাহু খাইর।
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৮
216302
চেয়ারম্যান লিখেছেন : মাসাল্লাহ ভেরি গুড। সিনেমা না দেখায় ভালো। শুধু শুধু টাকা নস্ট প্লাস মূল্যবান সময় ও। আর এতে অনেকের চারিত্রিক অবক্ষয় হতে পারে।
হ্যা ভাই এই ভাবেই প্রবাসীরা দেশকে সেবা দিয়ে যাচ্ছে।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও ঈদ মুবারক Good Luck
২৫
272175
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
তহুরা লিখেছেন :
২৬
272269
০৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৯
জোনাকি লিখেছেন : বাহ! খুব সুন্দর লেখা। ঈদ্মুবারাক।
২৭
272332
০৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
মহুয়া হক লিখেছেন : ভালো লাগলো । Good Luck
২৮
272455
০৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৫
প্রেসিডেন্ট লিখেছেন : আমাদের মধ্যবিত্ত সমাজে এটি বড় ধরনের একটি সমস্যা। দেখা যায়, সংসারের বড় ছেলের প্রবাস জীবনে অর্জিত কষ্টসাধ্য আয় বাকীরা বিলাসিতায় নষ্ট করে। প্রবাসীর রেখে যাওয়া স্ত্রীর প্রতিও অনেকে খারাপ আচরণ করেন। তাঁর প্রতি সহানুভূতি,সহমর্মিতার বদলে তাকে শত্রু ভাবেন। স্ত্রীর জন্য সামান্য হাত খরচের টাকা পাঠানো হলেও তা নিয়ে অনেক কথা হয়। এ অসুস্থ মানসিকতা পরিবর্তন জরুরী। খুব কাছ হতে অনেক ঘটনা দেখেছি।

এক বড় ভাই দীর্ঘ প্রবাস জীবনে আয় করা মোটা অঙ্কের টাকা ছোটভাইকে পাঠিয়েছিলেন দুই ভাই একত্রে ব্যবসা করবেন বলে। ছোটভাই সে টাকায় শহরে বড় ব্যবসা দাঁড় করায়। দেশে ফিরে বড় ভাইও ব্যবসায় অংশগ্রহণ করে। কিন্তু এক মাসের মাথায় বড়ভাইকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হয়। কিছুই করার ছিল না। আদরের বিশ্বস্ত(??)ছোটভাই ব্যবসার সমস্ত কাগজপত্র নিজের নামে করে নিয়েছে। সে বড় ভাই এক কন্যা ও স্ত্রী নিয়ে অসহায় অবস্থায় পড়ে আবার ধারকর্জ করে বিদেশ গেল। এ হচ্ছে অবস্থা!
২৯
273018
১১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৮
ভিশু লিখেছেন : বেশ ব্যতিক্রমী বিষয় এবং ভীষণ মজাদার লেখা!
ভাল্লাগ্লো খুব... Angel Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File