স্টেডিয়ামে বিদেশী পতাকা নিষিদ্ব,তাহলে ভারতীয় পতাকা কি দেশী ?? Surprised

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০৫ এপ্রিল, ২০১৪, ০১:৫১:৫২ রাত



স্টেডিয়ামে নাকি বাংলাদেশীদের জন্য বিদেশী পতাকা নিষিদ্ব। তাহলে পীযুষ বন্দোপাধ্যায়ের স্ত্রী দেশের পতাকা কুকুরের গায়ে লাগালে ও ভারতীয় পতাকা কিভাবে বুকে রাখেন ??

যেই সব বাংলাদেশী ভারতীয় পতাকা নিয়ে স্টেডিয়ামে যায় , তারা কি ভুলে গেছে ফেলানির কথা ? তারা কি ভুলে গেছে বিএসএফ কতৃক নির্যাতিত ব্যবসায়ী হাবিবুরের কথা ? তারা কি ভুলে গিয়েছে বিএসএফ এর হাতে সম্ভ্রম হারানো নির্যাতিত বাংলাদেশী নারীদের কথা ?

তারা কি ভুলে গেছেভারতীয় আগ্রাসনে শুকিয়ে যাওয়া তিস্তা , পদ্মা নদীর কথা ?

বিষয়: বিবিধ

১৭৭৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202588
০৫ এপ্রিল ২০১৪ রাত ০২:০২
জিহাদী লিখেছেন : ওদের ভুললেই বা না ভুললেই কি। ওরা ত শুধু বাংলাদেশীর আলো বাতাস ও সকল প্রকারের সুবিধা ভোগ করতেছে। ওদের ধ্যানে, ধারণা, উঠা, বসায় হিন্দুস্তান ছাড়া আর কিছুই নেই। ওরা ত বাংলার চেহারায় ভারতের দালাল।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৪
153333
চেয়ারম্যান লিখেছেন : দ্বিমত খুব কম।
202590
০৫ এপ্রিল ২০১৪ রাত ০২:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যারা ভারতের পতাকা হাতে নিয়ে স্টেডিয়ামে যায় তারা অন্তরে ভারত লালন করে বাহিরে বাংলাদেশ
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৪
153334
চেয়ারম্যান লিখেছেন : অবশ্যই। এদেরকে ভারতে পুশ ব্যাক করা দরকার
202598
০৫ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৪
দিগন্তে হাওয়া লিখেছেন : কিছু বলার নাই Happy
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৪
153335
চেয়ারম্যান লিখেছেন : কেন গো ভাইডি ?
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
155249
দিগন্তে হাওয়া লিখেছেন : বুল্যা কি কিছু লাভ হবে নি Happy
202609
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : চেতনা শুধু।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৫
153336
চেয়ারম্যান লিখেছেন : ভারতীয় চেত্না
202638
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : একটা মালো
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৫
153337
চেয়ারম্যান লিখেছেন : হুম
202640
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওনারা ‘ভাদা’! ওনারা চান এদেশটি ভারতের হতে চলে যাক।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৫
153338
চেয়ারম্যান লিখেছেন : সেই প্রক্রিয়ায় সব কাজ করতেছে
202650
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৫
আহ জীবন লিখেছেন : "যেই সব বাংলাদেশী ভারতীয় পতাকা নিয়ে স্টেডিয়ামে যায় , তারা কি ভুলে গেছে ফেলানির কথা ? তারা কি ভুলে গেছে বিএসএফ কতৃক নির্যাতিত ব্যবসায়ী হাবিবুরের কথা ? তারা কি ভুলে গিয়েছে বিএসএফ এর হাতে সম্ভ্রম হারানো নির্যাতিত বাংলাদেশী নারীদের কথা ?" ---- এরা বন্ধুর হাতে ধর্ষিত হওয়া আর শত্রুর হাতে ধর্ষিত হওয়ার পার্থক্য ভালো ভাবেই বুঝে।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৬
153339
চেয়ারম্যান লিখেছেন : বন্ধুর হাতে হলে মজা নেই আরকি Tongue
202655
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৩
মাটিরলাঠি লিখেছেন : চেতনার বহিঃপ্রকাশ।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৬
153340
চেয়ারম্যান লিখেছেন : চেতনা এখন ডায়রিয়া হয়ে গেছে Tongue
202747
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা নিসেন তাদের দেশি!
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৬
153341
চেয়ারম্যান লিখেছেন : হু। একবারে চলে গেলেই তো হয়
১০
202881
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
মু নূরনবী লিখেছেন : চ্যাতনায় ঠাডা পড়লে সবই বেমালুম ভুলে যায় রে দাদা...
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৮
153342
চেয়ারম্যান লিখেছেন : হু সাথে টাকা। এখন চেতনার ঠেলায় পিয়ালের ফ্লাটের বদলে গাজা মঞ্চে কুপাকুপি হচ্ছে দাদা Don't Tell Anyone
১১
202948
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন : আইন যারা বানায় আইন প্রয়োগ তাদের ক্ষেত্রে হয় না।

আইন বানানো এবং তা প্রয়োগ করা হয়ই সাধারণ মানুষকে ভোগানোর জন্য ।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৮
153343
চেয়ারম্যান লিখেছেন : একদম সত্যি কথা। কিন্তু তাহারা আবার মানসকন্যার সন্তান Worried
১২
205461
১০ এপ্রিল ২০১৪ রাত ০২:০০
কেলিফোরনিয়া লিখেছেন : এই প্রথম ব্লগিং শুরু করলেও, অনেক আগে থেকেই আপনার লিখা পড়তাম।
সোনার বাংলা ব্লগ টা হারানোর পর অনেক দিন পর চেয়ারম্যান ভাই এর লিখা পড়লাম।
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:০৮
154993
চেয়ারম্যান লিখেছেন : তাই নাকি গো ভাইয়া। এত দিন কই ছিলেন ??
১৩
206309
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৫
কেলিফোরনিয়া লিখেছেন : এত দিন, ক্যালিফোর্নিয়াতে কামলা দিচ্ছিলাম, এখন একটু ফ্রি আছি। :D/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File