প্রজন্ম তুমি ভুল মানুষকে ফাঁসি দিয়েছ এবং একজন কানাডিয়ান মোজাম্মেলের মিথ্যাচার Crying

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৪:১৪ রাত



প্রজন্ম গত বছরের ৫ ই ফেব্রুয়ারী কাদের মোল্লার ফাসির জন্য আন্দোলন শুরু করেছিলো। আপাদত দৃষ্টিতে তোমরা তোমাদের দাবি পূরণ করতে পেরেছ। কিন্তু প্রজন্ম তুমি কি কখনই চিন্তা করেছ , কাদের মোল্লা আর কসাই কাদের একই ব্যক্তি না ও হতে পারে। তুমি যা দেখনি আর যা শুনেছ তা মিথ্যা ও হতে পারে , তা কি কখনো ভেবেছ ?

তুমি কি কখনো ভেবেছ কসাই কাদের কিভাবে স্বাধীনতার পরে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ? তোমার কি চিন্তা জাগ্রত হয়নি যে একজন কসাইয়ের নাম স্বাধীনতার পর রাজাকারদের তালিকায় কেন তার নাম নেই?

তুমি কি ভেবে দেখেছ সিম্পল জীবন পরিচালনাকারী কাদের মোল্লা আর নিয়াজীর পিছনে দাড়ানো কসাই কাদের এক নয় ?

বিশ্বাস হয়না ? দেখনা ২ টা ছবি। অমি পিয়াল বা শাহরিয়ার কবিররা যাকে কাদের মোল্লা হিসাবে পরিচয় করে দিচ্ছে সেই রকম একটি ছবি তোমাদের দেখাচ্ছি। এই ছবিটি একটু গুরুত্বপূর্ন দলিল হিসেবে ট্রাইবুনালে জমা দিয়েছিলো রাষ্ট্রপক্ষ।



প্রজন্ম তুমি একটু অনুমান করো ৫ ফিট ১১ ইঞ্চি লম্বা নিয়াজির পিছনে দাড়ানো কসাই কাদের কতটুকু লম্বা হবে। তুমি হয়তো ভাবছ ৫ ফিট ৭ ইঞ্চি তো হবেই। তাহলে কাদের মোল্লার উচ্চতা কত ছিলো ?

দেখনা কাদের মোল্লার একটি ছবি



দেখো এই লোকটাকে কি ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা মনে হয় ?

আরেকটা ছবি দেখো প্রজন্ম



ছবির লাল বৃত্ত দিয়ে চিহ্নিত লোকটি কাদের মোল্লা।তাকে কি মনে হচ্ছে ৫ ফিট ৭ ইঞ্চি লম্বার ?

আচ্ছা প্রজন্ম তুমি একটু ভাবো তো নিয়াজির পাশ যে লোকটাকে তুমি কাদের মোল্লা ভাবছ তার বয়স কত হবে ? অন্তত ৩৫ বা ৪০ হবে।

কিন্তু তুমি কি জানো যেই কাদের মোল্লাকে ফাসি দেওয়ার জন্য তুমি শাহবাগে দিনরাত আন্দোলন করেছ, ১৯৭১ সালে সেই কাদের মোল্লার বয়স ছিলো ২২ বছর। বিশ্বাস হয়না ? দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কাদের মোল্লার মার্কশিট



মার্কসিটে দেওয়া ছবি আর নিয়াজির পিছনে দাড়ানো লোকটির ছবিটি একটু তুলনা কর তো ? ৭১ আর ৭৩ এর ছবির মাঝে তো বেশি পার্থক্য হওয়ার কথা নয়।

প্রজন্ম এবার তোমাকে আরেকটি ছবি দেখাবো



ছবিতে ৯২ সালের রোকন সম্মেলনে তৎকালীন জামায়াত আমির গোলাম আযমমের পাশে দাঁড়ানো আব্দুল কাদের মোল্লা। যদি নিয়াজির পিছনে দাড়ানো ৫ ফিট ৭ ইঞ্চির কসাই কাদের,৫ ফিট ৯ ইঞ্চি লম্বা গোলাম আজমের সাথে দাড়ায় তাহলে তো পউচ্চতায় প্রায় একই রকম হওয়ার কথা।

কি হিসাব মিলছে না ? তাহলে তুমি কি ভেবেছ প্রজন্ম ? তুমি কি নিরপরাধ কাদের মোল্লাকে হত্যার একজন সহযোগী নয় ?

কাদের মোল্লা সাক্ষী দেওয়ার সময় দাবি করেছিলো তিনি মুক্তিযুদ্বা ছিলেন। মুক্তিযুদ্বের ট্রেনিং নিয়েছিলেন। কিন্তু তুমি শুনো নি। আওয়ামী এমপি গোলাম মাওলা রনি ও তোমাদেরকে বলেছিলো কাদের মোল্লার গ্রামে গিয়ে খোজ নিতে। কিন্তু তোমরা তা করো নি। এবার শুনো এবং দেখো কাদের মোল্লাকে যিনি মুক্তিযুদ্বের ট্রেনিং দিয়েছিলেন সেই লোকের সাক্ষ্য।




ভাল করে শুন প্রজন্ম। তোমরা কাকে হত্যা করেছ ? একজন মুক্তিযুদ্বাকে রাজাকার বানিয়ে ফাসি দিয়েছ ?

তুমি কি জানো কাদের মোল্লা প্রেসক্লাবের সহসভাপতি ছিলো।

দেখনা প্রেসক্লাব থেকে দেওয়া একটি কপি।



প্রজন্ম তুমি কি জানো মোমেনা বেগম তিনবার তিন রকম সাক্ষ্য দিয়েছিলো। মুক্তিযুদ্বা জাদুঘরে সংরক্ষিত সাক্ষীতে দেখা যায় মোমেনা বেগম কখনই কাদের মোল্লার নাম বলে নাই


প্রজন্ম তোমাদেরকে কিভাবে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে , তা তুমি হয়তো জানো না। কাদের মোল্লা সম্পর্কে এই রকম একটি মিথ্যা তথ্য দিয়ে তোমাদের বিভ্রান্ত করেছিলো কানাডা প্রবাসী বাংলাদেশী প্রফেসর মোজাম্মেল হক। ওই মোজাম্মেল হক নিজেকে কাদের মোল্লার সহপাঠি হিসেবে দাবি করেন। কাদের মোল্লার ফাসির দিন ফেসবুকে সেই মোজাম্মেলের স্টাটাস দেখো



প্রজন্ম দেখ মোজাম্মেল হক কাদের মোল্লা সম্পর্কে কি লিখেছেন

কাদের মোল্লা হলেন আমাদের রাজেন্দ্র কলেজের ১৯৬৪-১৯৬৬ এইচএসসি ব্যাচের সবচেয়ে পরিচিত মুখ এবং তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সমধিক পরিচিত ব্যক্তি, তা সে যে কারণেই হোক না কেন।

আমাদের ব্যাচের সবাই ১৯৭২ সালের মধ্যেই এমএ বা এমএসসি ডিগ্রী শেষ করে। প্রকৃত ঘটনা হলো ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের পর কাদের আত্মগোপন করে এবং ১৯৭৬ সালে জিয়াউর রহমান যখন প্রধান সামরিক আইন প্রশাসক হন তখন সে আত্মগোপনতা থেকে বেরিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি হয় এবং ১৯৭৭ অবধি সে ছাত্র ছিল।

সূত্র : দৈনিক জনকন্ঠ

প্রজন্ম দেখ মোজাম্মেল কি লিখেছে

প্রকৃত ঘটনা হলো ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের পর কাদের আত্মগোপন করে এবং ১৯৭৬ সালে জিয়াউর রহমান যখন প্রধান সামরিক আইন প্রশাসক হন তখন সে আত্মগোপনতা থেকে বেরিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি হয় এবং ১৯৭৭ অবধি সে ছাত্র ছিল।


কিন্তু তুমি তো আগেই দেখেছ ঢাবি থেকে ৭৫ সালে পাশ করা কাদের মোল্লার মার্কশিট। এবার সার্টিফিকেট দেখ



কি কাদের মোল্লা ৭৫ সালে পাশ করেনি ? তাহলে এই মোজাম্মেল কেন দাবি করলো কাদের মোল্লা ৭৬ এর আগে ঢাবিতে আসে নি ? তুমি কনফিউজ প্রজন্ম ? ঢাবিতে গিয়ে সার্টিফিকেটটি চেক কর।

মোজাম্মেল আরো লিখেছে

এইচএসসি ফলাফলে কাদের গড়পড়তা ছাত্রের থেকে নিচে ছিল যার ফলে সরাসরি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার যোগ্যতা অর্জন করেনি। যার ফলে সে রাজেন্দ্র কলেজেই বিএসসি পড়ে (১৯৬৬-১৯৬৮) এবং ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস কোর্সে এমএসসিতে ভর্তি হয়

কিন্তু প্রজন্ম এই মেজাম্মেল তোমাদের কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে দেখ :

ঢাবি থেকে ১৯৬৮ পাশ করা কাদের মোল্লারসার্টিফিকেট দেখ :



তাহলে মোজাম্মেল কিভাবে বললো কাদের মোল্লা ১৯৬৮ সালে রাজেন্দ্র কলেজেই বিএসসি পড়ে। সেটি কি মিথ্যে নয় ?

এইভাবে প্রজন্ম তুমি মিথ্যা ইতিহাসে বিভ্রান্ত হয়ে পিছু পিছু হাটতেছ। তুমি কখনই কাদের মোল্লার নিজের কথা শুনতে ছাও নি। তুমি শুধু শুনেছ মোজাম্মেলদের কথা। প্রজন্ম তুমি যদি কোনো অপরাধ না করে ও ফাসির দড়ির সামনে দাড়াও , তাহলে তোমার কথা শোনা তো তোমার ফাসি চাওয়া লোকদের কর্তব্য। যদি না শোনে তুমি কি মনে করবে ? তুমি কি তাদের ক্ষমা করে দিবে ?

প্রজন্ম মাথাটা ঠান্ডা করে কয়েকটি পয়েন্ট আবার ভাবো।

১) নিয়াজীর পিছনে দাড়ানো লোকটি কি সত্যিই কাদের মোল্লা ?

২) নিয়াজির পিছনের লোকটির উচ্চতা ও বয়স ৭১ সালে কত ছিলো ?

৩) মিরপুরে ৩০০ মানুষকে খুন করে ৭২ সালে কিভাবে কাদের মোল্লা ঢাবিতে পড়তে পারে ?

৪) কাদের মোল্লা কি সত্যিই মুক্তিযুদ্বা ছিলো ?

৫) কানাডিয়ান মোজাম্মেল কি তোমাদের মিথ্যা তথ্য দেয়নি ?

৬) কাদের মোল্লাকে মুক্তিযুদ্বের ট্রেনিং দেওয়া লোকটির কথা শুনে তোমার কি মনে হয় ?

৭) কসাই কাদের কিভাবে প্রেসক্লাবের সহসভাপতি হয় ?

প্রজন্ম এই প্রশ্নগুলো তোমাকে ভাবতে হবে। ভেবে ভেবে উত্তর না পেলে ও তোমাকে ফরিদপুরের আলোকদি গ্রামে গিয়ে একটু খোজ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিষয়: বিবিধ

৬০৪১ বার পঠিত, ৪৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174399
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
চোথাবাজ লিখেছেন : লাভ নাই। জামাতীরা এসব পরে ল্যাভ আছে?
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
127712
চেয়ারম্যান লিখেছেন : তবু ও মানুষ জানুক কিছু Winking
174416
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন :
অনেক কিছু জানলাম ,এই হত্যার বিচার বাংলার জমিনে হবেই ইনশা আল্লাহ।শহীদ কাদের মল্লার বাংলাদেশে একদিন খুনিদের বিচার হবে। তাছাড়া পরকালের বিচার তো রয়েছেই। আল্লাহ সকলের বিচারকের বিচারক।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৬
127736
চেয়ারম্যান লিখেছেন : অবশ্যই আল্লাহ উত্তম বিচারক। কিন্তু কাদের মোল্লাকে যে জুলুম করে হত্যা করা হয়েছে তা জাতির সামনে আমাদের পরিস্কার করতে হবে
174420
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
কাদের মোল্লা যদিও শহিদ হয়েগেছেন তবুও এই প্রমানগুলি থাকবে ঐতিহাসিকদের জন্য। যারা সত্যিই নিরপেক্ষভাবে বিচার করবেন।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৬
127737
চেয়ারম্যান লিখেছেন : এই কারণেই মূলত লেখা। অন্তত কিছু মানুষের চোখ খুলবে
174438
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৪
গৃহস্থের কইন্যা লিখেছেন : আজব কান্ড! এই দেইল্লা রাজাকার সেই দেইল্লা রাজাকার না, এই কসাই কাদের সেই কসাই কাদের না.......................

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৮
127743
শেখের পোলা লিখেছেন : যেমন এই কন্যা কোন গেরস্তের না৷
174449
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই ওরা জেনেশুনেই তাদের কর্ম করে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৭
127738
চেয়ারম্যান লিখেছেন : সেটাই তো
174470
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১৪
তহুরা লিখেছেন :

০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৭
127739
চেয়ারম্যান লিখেছেন : এইসব দিয়ে লাভ নাই। ফিল্টারে আটকে গেছে Rolling on the Floor
174471
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার যুক্তিপুর্ন লিখাকে। প্রথম শেখ হাসিনা নিজেই মিথ্যার উপর প্রতিষ্ঠিত এক ঘন্যতম প্রধানমন্ত্রীর নাম। ভাল বীজে ভাল গাছ হয়। তার জম্নটি ভাল জায়গায় হয়নি। দিব্তীয়ত বাংলাদেশের জুডিশিয়াল কিলিং স্কোয়ার্ডটির গভীরতা অনেক দুর থেকে।
এ অন্যয়োর প্রতিবাদ হবে যেমনটি শেখ মুজিবর প্রতি হয়েছিল। একজন কাদের মোল্লার ফাসীর মাধ্যমে পৃথিবীবাসী তার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে তা তার সৌভাগ্য যা শেখ মুজিবের ভাগ্য হয়নি।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৮
127740
চেয়ারম্যান লিখেছেন : এটাতো অবশ্যই। কাদের মোল্লার জানাজা খোলা ময়দানে পড়তে না দিয়ে হাসিনা তার বাপের উপর মানুষের অবহেলার প্রতিশোধ নিতে চেয়েছিলো। কিন্তু বিশ্বের ৩৮ টি দেশে কাদের মোল্লার জন্য জানাজা হয়েছে। কিন্তু মুজিবের জানাজায় ৩৮ জন ও ছিল না
174478
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৫
শিকারিমন লিখেছেন : ভাই এই গুলান ক্যান লিখেন ? দগদগে হৃদয়ের ক্ষতে আর কত জালা দিবেন।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
128465
চেয়ারম্যান লিখেছেন : কস্ট পেলে ও এগুলো দলিল হয়ে থাকুক না
174492
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : শুধু জেনে রাখাই হোল৷ যাদের জানা দরকার তারা এখন ফেনসীডিল ইয়াবায় বুঁদ, ওদের কানে ঢুঁকবে না৷ ইশরাফীলের আঃ শিংগায় কানের তালা খুলবে৷ অপেক্ষা করুন৷
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
128466
চেয়ারম্যান লিখেছেন : ইস্রাফিলের সিঙ্গার ফুত্কারের আগেই যেন তাদের বধোধয় হয় , আল্লার কাছে সেই প্রার্থনা
১০
174499
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৮
আবু তাশফীন লিখেছেন : সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
128467
চেয়ারম্যান লিখেছেন : আপনাকে ও মুবারকবাদ
১১
174506
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
সত্য নির্বাক কেন লিখেছেন : তাহলে কি হায়েনার কালো বুকে লাল বৃত্তই অঙ্কিত করতে হবে......
অর্থাৎ রক্তই সমাধান.........
বারুদেই অন্তিম তৃপ্তি.........।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৪
128468
চেয়ারম্যান লিখেছেন : কে করবে ? মেজর ডালিমরা যে নাই
১২
174512
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
বেআক্কেল লিখেছেন : শাহবাগীদের এই সব দেইখা তো লাভ নাই। তাদের হাতে বোতল ধরাইয়া বলা হইবে, ঐ ব্যক্তির ফাসির জন্য ব্যাঙ্গের মত লাফাও, বিকালে বিরানী পাইবে, রাত্রে পতিতা পাইবে। এই দুইটা জিনিসের জন্য সমানে লাফাইবে। বোতলের পানির ঝাঝে এমনকি নিজের বাপের ফাসি হইয়া গেলেও এদের কোন হুস আসবে না। এদের হুস আসবে সেদিন যেদিন তাদের পাছা দিয়া কুড়াল প্রবেশ করবে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
128469
চেয়ারম্যান লিখেছেন : কুড়াল দিবে কে ? এই নেশা ছাড়তে ছাড়তে দেশ তো ধংস হয়ে যাবে
১৩
174630
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
জোবাইর চৌধুরী লিখেছেন : সত্য একদিন না একদিন বেরিয়ে আসবেই। ভালো লাগল।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
128470
চেয়ারম্যান লিখেছেন : সেই দিনের অপেক্ষায়
১৪
174695
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : একদিন সত্য উম্মোচিত হবেই।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
128471
চেয়ারম্যান লিখেছেন : ইনশাল্লাহ অবশ্যই
১৫
174983
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৯
আহমদ মুসা লিখেছেন : ইতিহাস কখনো রচিত হয় না। ইতিহাস তৈরী হয়। আওয়ামী জাহেলগুলো ইতিহাসকে গায়ের জোরে রচনা করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
128472
চেয়ারম্যান লিখেছেন : সেটাই দেখছি। জোর যার বাংলাদেশ তার
১৬
175000
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৭
ব্যাসদেব লিখেছেন : অনেক ধন্যবাদ ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
128473
চেয়ারম্যান লিখেছেন : আপনাকে ও
১৭
175374
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এসব প্রমাণ একদিন দলীল হয়ে থাকবে। দেশের জনগণ অবশ্যি সত্যি বিষয়টা জানে। আজ যদি ভোটাভোটি হয় -কাদের মোল্লা অপরাধী ছিলেন কিনা?
আমি নিশ্চিত- দেশের ৭০ ভাগ লোক এর বিপক্ষে ভোট দিবেন।

আপনাকে অনেক ধন্যবাদ।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১১
129599
চেয়ারম্যান লিখেছেন : লোকে কি ভাবলো সেটা লীগের দেখার বিষয় না।
লিগে কি ভাবে সেটা দেখার বিষয়।
ইনশাল্লাহ লিগ তার প্রতিদান পেয়ে যাবে
১৮
175529
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৩
সায়িদ মাহমুদ লিখেছেন : বেশি কিছু বলবোনা শুধু বলবো ভাল লেগেছে। আমাদের ব্লগ গুলো হওয়া উচিত আসেই তথ্য বহুল। যাথে কউ রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারেন।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১২
129600
চেয়ারম্যান লিখেছেন : সেই জন্য আপনাদের ও প্রচুর লিখতে হবে
১৯
175672
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩১
বুড়া মিয়া লিখেছেন : কঠিন তথ্য! এতো কিছু থাকার পরও হজম করার জন্য গিললো কিভাবে? হজম হবে তো? মনে হয় না ...
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১২
129601
চেয়ারম্যান লিখেছেন : ইনশাল্লাহ হজম হবে না
২০
175975
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
সাদাচোখে লিখেছেন : বাংলার মানুষ এই প্রথম এত কঠিনভাবে একজন জাহেল এর সম্পূর্ন প্রতারনা ও শঠতায় পূর্ন রাষ্ট্রীয় অবিচারকে প্রত্যক্ষ করলো।

আমাদের প্রার্থনা, ওহ আল্লাহ এই খুনের সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে তুমি তাদের জন্য উপযুক্ত বিচারের আওতায় এনো - কারন তুমি ছাড়া আর কোন স্বত্তা নেই - যে প্রতারক ও খুনীদের শাস্তি নিশ্চিত করতে পারে।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১২
129602
চেয়ারম্যান লিখেছেন : এই রকম মিথ্যা ট্রাইবুনাল বিশ্বে একটা হয়েছে কিনা সেটাই প্রশ্ন। সবাই তার প্রতিদান পাবে।
২১
176054
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২২
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
129605
চেয়ারম্যান লিখেছেন : আওয়ামীলীগ কে নিষিদ্ব করবে ভাইয়া
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০১
129663
আলোর আভা লিখেছেন : আল্লাহ নিষিদ্ব করবে মানুষের উপর যেই জুলুম করতেছে আওয়ামীলীগ এর ধ্বংস অব্যশই হবে ।
২২
176658
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
২৩
178663
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
অজানা পথিক লিখেছেন : প্রজন্ম তুমি ভুল মানুষকে ফাঁসি দিয়েছ
২৪
179187
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
মুক্তির মিছিল লিখেছেন : অনেক কষ্টে ভুলে থাকার চেষ্টা করছি, আপনার পোষ্ট হৃদয়ের রক্তক্ষরন আবার বাড়িয়ে দিল!
২৫
180957
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : সত্য একদিন বের হয়ে আসবেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File