পিয়াল ভাই জাতিকে জন্মযুদ্বের ওয়েবসাইট দেয় নাই। জাতি কিন্তু পিয়াল ভাইকে দিছে
লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৬:২৮ রাত
অমি পিয়াল জন্মযুদ্বের ওয়েবসাইটের নাম দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলো। কিন্তু অমি পিয়াল আজ ও সেই সাইট করে নাই। তাই শাহবাগী আরেক গ্রুপ "অমি রহমান পিয়ালের কাছ থেকে পাওনা টাকা আদায়ের দাবীতে পাওনাদার-বন্ধন" নামে একটি ইভেন্ট খুলে। ইভেন্টের লিঙ্ক হলো :
https://www.facebook.com/events/700334396667138/?source=1
জাতি পিয়াল ভাইকে কি দিয়েছে দেখতে এখানে ক্লিক করুন
http://omipialblogger.blogspot.co.uk/
এই ইভেন্ট খোলার পর অমি পিয়াল ঘোষণা দিয়েছিলো আজকে ৫ তারিখ তার মেয়ের জন্মদিনে জন্মযুদ্বের ওয়েবসাইটের উদ্বোধন করবে। কিন্তু দিন শেষে এখনো কেউ কাঙ্খিত ওয়েবসাইট পায়নি। তাই পাওনাদারেরা পাওনার বন্ধন করে শাহবাগে। তারই একটি ছবি হলো :
জাতি পিয়াল ভাইকে কি দিয়েছে দেখতে এখানে ক্লিক করুন
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন