সাইদীর বিরুদ্বের সাক্ষী,সরকারী অনুদানের জন্য সাইদীর সুপারিশ প্রাপ্ত মাহবুব কে? ৭১ এ তার বয়স কত ছিলো ? Surprised

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৯:২৮ রাত



আজকের একটি উল্লেখযোগ্য খবর হলো

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ও সাক্ষীর পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ সহায়তা দেয়া হয়েছে

আপনারা কি জানেন কেন এই টাকা দেওয়া হয়েছে ? কারণ তিনি আল্লামা সাইদীর বিরুদ্বে সাক্ষ্য দিয়েছিলেন। আর আজকেই তার প্রতিদান দেওয়া হয়েছে। শুধু এই টাকা না। আগে ও তাকে পাকা বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলো সরকার।

মাহবুবুল আলম হাওলাদার আরো দাবি করেছে যে, সে একজন মুক্তিযোদ্ধা। ৭১ সালে রণাঙ্গনে সে সরাসরি যুদ্ধ করেছে। সে ছিল পিরোজপুরে মেজর জিয়াউদ্দিন নিযুক্ত যুদ্ধকালীন গোয়েন্দা। যুদ্ধের প্রয়োজনে ৭১ সালে সে নাকি ৫০ বারের অধিক (!) পিরোজপুর থেকে সুন্দরবনে গিয়েছে।

এতোবড় একজন বীর মুক্তিযোদ্ধার (?) বয়স ৭১ সালে কত ছিল ? আসুন দেখি, মাহবুবুল আলম হাওলাদার এর জন্মনিবন্ধন :



স্কুল সার্টিফিকেট কি বলে ?

মাহবুবুল আলম হাওলাদার এর স্কুল সার্টিফিকেটে তার জন্ম তারিখ উল্লেখ আছে ২০/০৩/১৯৫৯| নিবন্ধন নম্বর ৫১৫৪৪| শিক্ষাবর্ষ ১৯৭৪-৭৫।


কিন্তু মাহবুবুল আলম হাওলাদার মামলার এজাহারে এবং ট্রাইব্যুনালে দেয়া স্বাক্ষ্যে দাবি করেছে তার বয়স ১৯৭১ সালে ছিল ২০/২১ বছর।


যা সম্পুর্ন মিথ্যাচার।

যে ছেলেটির জন্ম ১৯৫৯ সালে, যুদ্ধের সময় যার বয়স মাত্র ১১ থেকে সাড়ে ১১ বছর সে কিনা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে !! সে নাকি যুদ্ধের প্রয়োজনে ৫০ বারের অধিক (!) পিরোজপুর থেকে সুন্দরবনে গিয়েছে !!

মাহবুবুল আলম সম্পর্কে আরো জানুন :

মামলার বাদী এবং প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার চুরির মামলায় জেল খেটেছেন। এছাড়া স্ত্রীর যৌতুক মামলায় তার সাজা বহাল রয়েছে এবং বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে আদালতে দাবি করলেও তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ আনা হয়েছে । জেরায় তিনি স্বীকার করেছেন বিএনপি আমলে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। জিয়ানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তি করেছে বলে অভিযোগ রয়েছে।

এমনকি পিরোজপুরের বর্তমান আওয়ামী লীগ এমপি এম এ আউয়ালের কাছে মাহবুবুল আলমের বিরুদ্ধে ভয়া মুক্তিযোদ্ধার অভিযোগ করা হলে তিনি তার ভাতা বন্ধের মৌখিক নির্দেশ দেন বলেও আদালতকে জানান মাওলানা সাঈদীর আইনজীবীরা।





সাক্ষী মাহবুবুল আলম স্বীকার করেছেন ২০০৪ সালে প্রধানমন্ত্রীর কাছে এবং ২০০৫ সালে পিরোজপুর জেলার ডিসির কাছে একজন অসহায় বেকার মুক্তিযোদ্ধা হিসেবে আর্থিক সাহায্য চেয়ে যে আবেদন করেন তাতে তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুপারিশ গ্রহণ করেন।


তাহলে এটি সুস্পস্ট এই মামলার বাদী ভুয়া। শুধু মাত্র সরকারেররাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য বিচারের নামে অবিচার চলছে আল্লামা সাইদীর উপর

বিষয়: বিবিধ

১৬৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172163
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫২
বাংলার দামাল সন্তান লিখেছেন : সাক্ষী হতে হলে বয়স লাগে না, লাগে শুধু টাকা, আর এই সব সাক্ষী যারা বানাইছে তার অবশ্যই নোবেল পুরুস্কার পাওয়ার যোগ্য। আর বেশি কিছু বলতে চাই না, আবার সাইবার অপরাধ আইনে আমার ফাসি হতে পারে।
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৪
125885
চেয়ারম্যান লিখেছেন : আরেকজন মজাদার সাক্ষী আছেন , আল্লামা সাইদীর বিরুদ্বে। যার জন্ম মুক্তিযুদ্বের ১ বছর পর Tongue
172168
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপরাধ ,অপরাধী ,আইন ,আদালত ,বিচার ,বিচারক , সব মিথ্যের উপর নির্বর।
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৫
125886
চেয়ারম্যান লিখেছেন : কি করবেন ? গায়ের জোরে সব হচ্ছে
172180
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
125890
চেয়ারম্যান লিখেছেন : দুয়া করে দিলাম , যেন যুবক হয়ে যান Happy
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৬
125891
বুড়া মিয়া লিখেছেন : Rolling on the Floor
172184
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪১
নীল জোছনা লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১২
125895
চেয়ারম্যান লিখেছেন : বিস্মিত হওয়ার কিছু নাই। এইটাই সত্য
172191
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
বিন হারুন লিখেছেন : শত শত প্রমাণে প্রমাণিত হয় সাঈদী সাহেব নির্দোষ, তবু ঈর্ষার আগুনে ছারখার হযে যাচ্ছে অপশক্তিগুলো. বৃটিশ বেনিয়ারাও কম আলেম হত্যা করে নি, তবে ইসলাম এখনো জিন্দা আছে বেনিয়ারা দেশ থেকে বিতাড়িত.
172195
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০০
চোথাবাজ লিখেছেন : তাতে সমস্যা কি?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১২
125921
চেয়ারম্যান লিখেছেন : সমস্যা হলো ১১ বছর বয়সের একজন লোকের সাক্ষীর গ্রহণযোগ্যতা আছে ?
তিনি যে মিথ্যা সাক্ষী দিয়েছেন তা ট্রাইবুনালে প্রমাণিত হয়েছে।
172218
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১১
ভিশু লিখেছেন : এতকিছু বুঝিনা, আল্লামা সাঈদীর কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে, আগুন! সোজা কথা!
172271
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৭
নিমু মাহবুব লিখেছেন : বিচার একদিন হবে মোদের মিথ্যে নয় ভাষা,
হঠাৎ একদিন ফুরিয়ে যাবে তাদের সকল আশা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File