মুরসির সমর্থনে উত্তাল লণ্ডন সহ সারা বিশ্ব ..ছবি ব্লগ Love Struck

লিখেছেন লিখেছেন চেয়ারম্যান ০৮ জুলাই, ২০১৩, ০৭:০৮:৫৩ সকাল



মিশরের রাস্তায় একজন মুরসি প্রেমিক Love Struck Love Struck Love Struck

গত কয়েকদিন আগে অবৈধভাবে ক্ষমতাচ্যুত মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থনে মিশর ছাড়া ও সারা বিশ্বে বিক্ষোভ হচ্ছে । বিক্ষোভে সবার একটাই দাবি মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার । এখন আপনারা সেই রকম কিছু বিক্ষোভের ছবি দেখবেন এই পোস্টে ............

আজ লণ্ডনে মিশর দুতাবাসের সামনে মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে তুমুল বিক্ষোভ অনুষ্ঠিত হয় । এই বিক্ষোভের অধিকাংশ অংশগ্রহণকারী হলো ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীরা

















লণ্ডন ছাড়া ও বিশ্বের বিভিন্ন শহরে মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয় বিশ্বের বিভিন্ন দেশে । এবার সেই রকম কিছু চিত্র দেখবো এবার



ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ করে মুরসি প্রেমিকরা ।



আর শুধু প্রাপ্ত বয়স্করা না , ফ্রান্সে অংশগ্রহণ করে শিশুরা ও ।



জার্মানির বার্লিনে মুরসির পক্ষে বিক্ষোভে অংশগ্রহণ করে মুরসির সমর্থকরা



মুরসির পক্ষে বিক্ষোভ করে পাকিস্তান জামায়াতে ইসলামী



তুরুস্কের এমেরিকান দুতাবাসের সামনে বিক্ষোভ করে মুরসি প্রেমিক জনতা



মুরসির পক্ষের আন্দোলনে পিছিয়ে নেই আফগানরা ও



বেলজিয়ামের রাজধানী ব্রাজেলসের রাস্তা মুরসির সমর্থকদের আওয়াজে প্রকম্পিত



নিউইয়র্কের রাস্তায় মুরসির সমর্থনে নারীরা

এছাড়া মিশরে চলছে তুমুল আন্দোলন । মুরসির পক্ষে মিশরের মানুষ রাস্তায় নেমে এসেছে । তারা চায় তাদের প্রিয় নেতা হোক তাদের প্রেসিডেন্ট । মুরসির পক্ষে সবচেয়ে বেশি জন সমর্থন নিয়ে আন্দোলন হচ্ছে নাসের সিটির রাবেয়া স্কয়ারে



মুরসির পক্ষের সমর্থকদের রাবেয়া চত্বরের দৃশ্য



রাতের দৃশ্য



মুরসির সমর্থনে মিশরের বিভিন্ন শহরের বিক্ষোভের খন্ড চিত্র



মুরসির পক্ষে ইসমালিয়া শহরে সেনাদের একাত্মতা



এভাবেই সেনাদের নিরাপত্তায় রাষ্টিয় নিরাপত্তা বাহিনির কার্যালয়ে আছেন মুরসি।প্রবেশ পথ



রাবেয়া স্কয়ারে আল আযহার বিশ্ববিদ্যালয়ের ডানপন্থী আলেম সমাজ মুরসির সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছে

উপরের ছবিগুলো হলো মিশর সহ সারাবিশ্বে মুরসি প্রেমিকদের আন্দোলনের।

মিশরের ইতিহাসের সর্বপ্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে এইভাবে অপসারণ কেউ মানতে পারছে না। তাই সবাই নেমে এসেছে রাস্তায় প্রতিবাদ করতে। মুরসির ক্ষমতা হারার কারণে মুসলিম উম্মাহ এমনিতেই শোকাহত । আর এই শোককে বিক্ষত করছে সৌদি আরব , কাতার , সিরিয়া, দুবাইয়ের রাষ্ট্রপ্রধানদের মুরসি বিরোধী সমর্থন । যা মুসলিম উম্মাহর জন্য সত্যিই লজ্বাজনক।

বিষয়: বিবিধ

৩৭৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File