বাহারাইনে নিহত১০ বাংলাদেশী শ্রমিকের পরিচয় পাওয়াগেছে, স্বজনদের মাঝে শোকের মাতম,আমরা শোকাহত, আসুন একটু দোয়া করি।

লিখেছেন লিখেছেন মজলুম শ্রমিক ১২ জানুয়ারি, ২০১৩, ০৪:২৯:০৮ বিকাল



পরিবারে কান্না থামছে না



[b]বাহরাইনে একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।(ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহির রাজিউন)। নিহতদের মধ্যে ১০ জনই বাংলাদেশি বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছ

http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=345405



রাজধানী মানামার মুখারকা এলাকার তিনতলা একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভবনের কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।



http://www.bbc.co.uk/news/world-middle-east-20996229

বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত দশ বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন সাগীর আহমেদ, পিতা: নাজির আহমেদ, গ্রাম: চর খিজির পুর, থানা: বোয়ালখালী, জেলা চট্টগ্রাম।

জসিম মিয়া, পিতা: নাসের মিয়া, গ্রাম: গোয়ালি, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

আপন সহোদর স্বপন ও সাইফুল, পিতা: মৃত শহীদ মিয়া, গ্রাম: কাইতলা, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

মাহবুব আলম, পিতা: হাজি রশীদ আহমেদ, গ্রাম: বতুয়া, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।

জামাল, পিতা: আব্দুল আজিজ, গ্রাম: মারিপারা, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।

সহোদর দুই ভাই শাহাদত ও টিটু মিয়া, পিতা: আলম , গ্রাম: নওপাড়া, থানা: কচুয়া, জেলা চাঁদপুর।

মোহাম্মদ আনোয়ার, পিতা: আবুল বাশার, গ্রাম: গুড়িগ্রাম, থানা: নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। এবং ওসমান গনি, পিতা: আব্দুর রহিম, গ্রাম: কাশিপুর, থানা: সোনাইমুড়ি, জেলা: নোয়াখালী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তাদের মৃত্যুর খবর ও পরিচয় নিশ্চিত করা হয়। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার উইংয়ের মহাপরিচালক লায়লা হুসেইন বাংলানিউজকে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন।

নিহতদের লাশগুলো মানামার স্থানীয় সুলায়মানিয়া মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। আহতদের মানামার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেল পৌনে চারটায় বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকায় অবস্থিত একটি তিনতলা ভবনে আগুন লাগে। ওই ভবনটিতে মূলত বাংলাদেশি শ্রমিকরা বসবাস করতেন।

[b]আমাদের দেশ গড়ার কারিগর তথা যোদ্ধা প্রবাসীদের অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত।

"হে প্রভূ তুমি তাদের কে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্ছ মর্যাদা দান কর। এবং শোকাহত পরিবাররে স্বজনদের উত্তম ধৈর্য্য ধারণ করার তৌফিক দাও।আমিন। [/b


বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File