টুডে ব্লগ, "বাধাহীন লেখার অঙ্গীকার" যেন ধরে রাখতে পারে সেই প্রত্যাশায় আমার আগমন।।শুভহোক "টুডে ব্লগের" আগামীর পথ চলা।

লিখেছেন লিখেছেন মজলুম শ্রমিক ১১ জানুয়ারি, ২০১৩, ০৫:৫০:৫১ বিকাল

টুডে ব্লগ[/b



[b]বাধাহীন লেখার অঙ্গীকার


আমাদের হাত বাধা নেই



আমরা লিখতে পারি।
খুব চমৎকার বাক্য/অঙ্গীকার নামা দিয়ে শুরু করল ''টুডে ব্লগ''।এই অঙ্গীকার যেন ভঙ্গ না করে সেই প্রার্থনা করি। Rose Rose Rose Rose <:-Pশুভহোক আগামীর পথ চলা Rose Rose

যদি অঙ্গীকার ভঙ্গ করে পাঠকরাই এর সুমচিত জাবাব দিবেন।ইনশায়াল্লাহ।

ব্লগাররই পারে একটি উন্নাতমানের এবং জনপ্রিয় ব্লগ উপহারদিতে যা অতিতে প্রমান রয়েছে।সাথে সাথে এটিও স্বরণ রাখা ধরকার যে,এই ব্লগারাই আবার পারে একটি জনপ্রিয় ব্লগকে ধ্বংস করে দিতে।

পরামর্শঃ

১।অঙ্গীকার ধরে রাখার জন্য সকল লেখাকে গুরত্ব দেয়া।

২।প্রবাসী শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনাময় লেখাকে বেশী গুরত্ব দেয়।(অতিতে প্রবাসী ব্লগারাই ''ব্লগ''কে জনপ্রিয় করে তুলেছেন)

টুডে ব্লগের আগমনে আমি অত্যন্ত আনন্দিত.... Rose Roseএই জন্য কর্তিপক্ষকে অভিন্দন জানাই Rose Rose

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File