টোনাটোনি টুুনটুনি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০:৩৭ রাত
ঐ দেখা যায় টুনটুনি
গাছের পাতার ফাঁকে
খোকাবাবু চুপটি করে
ডেকে আনে মা'কে।
টুনটুনিটা চাইযে তার
পুষবে নাকি খাঁচায়
ধরতে গেলে তিড়িংবিড়িং
এদিক সেদিন নাচায়।
টুনটুনিটা দেয়না ধরা
খোকাবাবু কাঁদে
মা বলেছে সবুর কর
মিলবে দুদিন বাদে।
টুনটুনিটা আসল ঠিকই
ঘর হয়েছে আলো
খোকাবাবুর টুনটুনিটা
ছিল ভীষণ ভালো।
টোনাটোনির ঝগড়া লাগে
মা'যে দেখে হাসে
এমন মধুর ঝগড়া যেন
স্বর্গ নেমে আসে।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি ঘরের কাজ করবেন আর আপনার স্ত্রী বাইরে গিয়ে আয় রোজগার করবে ।
উনি যখন অফিসে যাবেন তখন আপনি তার জন্য নাস্তা তৈরি করে দেবেন । তার কাপড় চোপড় , ব্যাগ এগিয়ে দেবেন । সে চলে গেলে তার চলার পথের দিকে তাকিয়ে থাকবেন যতক্ষন পর্যন্ত তাকে দেখা যায় ।
তার অফিস থাকাকালীন সময়ে আপনি ভারতীয় সিরিয়াল দেখে সময় পার করবেন।
সন্ধ্যের সময় যখন আপনার স্ত্রী অফিস শেষে বাড়িতে ফিরবে তখন তাকে গোসলের জন্য পানি গরম করে দেবেন , খাবার বেড়ে দেবেন ।
মাঝে মাঝে অফিসের কাজের চাপে বাসায় ফিরতে দেরি হতে পারে উনার । বসে থাকবেন । অপেক্ষা করবেন খাবার বেড়ে সে আসলে একসাথে খাবেন বলে।
আপনার এই বিশেষ গুনটির জন্য আপনি সুখী দাম্পত্য জীবন ও সংসার লিড করবেন সেটা হলফ করেই বলা যায় ।
আপনি প্রমাণ করে দেবেন যে , শুধু মেয়েরা নয় আজকাল ছেলেরাও ঘরকন্যার কাজ করতে পারে । আর নারীরা ঘরের বাইরে কাজ করছে সেই কবে থেকে ।
আপনাকে সত্যিই হিংসা করতে ইচ্ছে করতেছে , ম্যান ।
তবে কথা হল - সংসারের খরচ কে বহন করে ? ঘরকন্যার কাজ করে কি সেটা আপনি বহন করতে পারবেন ?
মন্তব্য করতে লগইন করুন