মধ্যবিত্ব
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৯ আগস্ট, ২০১৬, ০৮:৪৪:৫৬ রাত
নেইতো আমার বাড়িগাড়ী ভাড়া বাসায় থাকি
মাসের শেষে ভাড়ার টাকা আলগা করে রাখি।
ঠিক সময়ে আসেন চাচা গলায় খেকটা দিয়ে
পকেট আমার চুপষে মলিন চাচায় যায়যে নিয়ে।
হিসেব শুরু কাটাছেড়ার বাজার খরচ কতো?
হয়না কেনা ছেলে মেয়ের বায়না শতোশতো।
হায় বেচারীর মুখ ফোটেনা মানিয়ে নিচ্ছে সব
ধূলোবালি ঝারা শেষে সাঁজিছে ফুলের টব।
এই আমাদের মধ্যবিত্ব টানাপোড়ন শেষে
চলছেতো বেশ হেসেখেলে জীবন ভালবেসে।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন