হাতিকান্ড
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২১ আগস্ট, ২০১৬, ০৭:২৬:১৩ সন্ধ্যা
হাতি নাহয় ভুল করেছে বন্যার জলে ভেসে
সীমান্তটা পার হয়ে সে আসল বাংলাদেশে।
নাওয়া খাওয়া ছেড়ে সবাই ছুটল হাতির পিছু
অবাক হয়ে দেখলো সবাই যেন অন্য কিছু।
হাতির খবর নিতে এলো বিশেষ প্রতিনিধি
চ্যানেল জুড়ে লাইভ হয়েছে হাতির গতিবিধি।
হাতির প্রেমে মজল জাতি শেকল দিল পায়
ধরে বেঁধে রাখবো বুকে যাবে কোথায় ভাই।
এমন প্রেম দিল ঠেলে বুঝলনা হায় দিলে
ধড়াম করে পড়ল হাতি মরল আইলে বিলে।
হাতির শোকে শোকাহত গোটা বঙ্গ জাতি
কাঁদল আলাল, কাঁদল দুলালা, কাঁদল নানা-নাতি।
হাতির কঙ্কাল জাদুঘরে, স্মৃতিসৌধ বাকি
হাতির আত্মা ভাবছে ভীষণ পাগল পুরো জাতি।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাওয়া খাওয়া ছেড়ে সবাই ছুটল হাতির পিছে দালালী না করলেকি চেতনা রক্ষা হয়..? ভালো লাগলো ধন্যবাদ
Remarkable!
মন্তব্য করতে লগইন করুন