আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে........(১২)

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৮ মার্চ, ২০১৩, ১১:৩৪:২১ সকাল



আগের পর্ব : ১১...Click this link

পড়ালিখার পাশাপাশি চাকরী খুঁজছিলাম আমি, সবসময় মাথায় কাজ করতো কিছু একটা করতে হবে আমাকে, প্রথমে দু'একটা ন্যুনতম সেলারীতে চাকরী করেছি আর ছেড়েছি অবশেষে স্থিতি হলাম একটা কোম্পানীতে

খুব মজা করতাম চাকরীটাতে, আমরা একসাথে বিশজন জয়েন্ট করেছিলাম একই কোম্পানীতে একই সময়ে। কোম্পানীর অনেকগুলো ব্রাঞ্চ ছিল অনেককেই ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার করল,আমরা চার পাঁচজন জয়েন্ট করলাম হেড অফিস, মামুন সাহেব আর সায়েম সাহেব এখনো আছেন সেই কোম্পানীতে, যাদের সাথে আমার ঘনিষ্ঠতা এখনো আছে এবং যাদের সাথে সম্পর্কটা আর সাহেব থাকেনি, ভাই হয়ে গিয়েছিলাম সবাই, নাহিম ভাই এখন আছেন দুবাইতে, জব করছেন এবং টুকটাক ব্যাবসা ও করছেন, আমাকে কেন জানি খুব পছন্দ করতেন নাহিম ভাই, আর আমাদের সিনিয়র ছিলেন ইমতিদা

ইমতিয়াজ ভাইকে আমি ইমতিদা ডাকতাম, ইমতির সাথে দা টা খুব মানিয়ে যায় তাই ওভাবেই ডাকতাম, ইমতিদাও বলতেন, ধ্যুর মিয়া কি নামে ডাকেন মানুষ শুনলেতো আমাকে হিন্দু মনে করবে, পুরো জাতটাই চেন্জ করে দিলেন। ইমিতিদার ডেস্ক ছিল থার্ড ফ্লোরে আর আমার ডেস্ক সেকেন্ড ফ্লোরে মজুমদার বাবুর সাথে, দুপুরে লাঞ্চ আওয়ার এর পর ইমতিদা এসে ঘুরে যেতেন আমাদের ফ্লোরে, মজুমদার বাবুকে খোঁচাতেন খুব, রুমে ঢুকেই ইমতিদা বলতেন, কি মজুমদার বাবু কি খবর? "আরে বলবেননা, জি এম সাহেব পুরো কোম্পানী আমার মাথায় তুলে দিয়েছেন, আর পারছিনা" ঠিকিইতো, এতো বড় একটা কোম্পানী মজুমদার বাবুর মাথায় তুলে দেয়া কি উচিত হয়েছে! তার উপর বাবুর মাথায় চুল কম, কি করে সামলাবে একবার ভাবুনতো শাকিল ভাই, আমি হাসতাম কোন কমেন্ট করতামনা, কারন দুইজনই আমার সিনিয়র ছিলেন তায়

ইমতিদা ছিলেন অফিসের মধ্য মনি, সিনিয়র জুনিয়র হতে শুরু করে এমডি চেয়ারম্যান পর্যন্ত এমন কোন লোক খুঁজে পাওয়া যাবেনা ওনাকে অপছন্দ করে, সদাহাস্য মুখখানা কখনো মেঘ জমতে দেখিনি, ইমতিদা পারেনা এমন কোন কাজ নেই, সেটা অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়াল, কারো কোন ব্যাক্তিগত ঝামেলা হলেও প্রথমে কারো সাথে শেয়ার কিংবা সাহায্য, পরামর্শের প্রশ্ন আসলে অবশ্যই সেটা ইমতিদা, এমডি স্যার যাবেন দেশের বাইরে টিকিট কনফার্ম কিংবা ডেইট চেইন্জ করতে হবে সেখানেও ইমিতাদা, কারো কম্পিউটারে সমস্যা হচ্ছে উইন্ডোজ সেটআপ দিতে হবে ইমতিদা আছেন, কারো পুরোনো মোবাইল সেট লাগবে একটু স্বস্তায় তাও ইমতিদা ম্যানেজ করে দেবে, আপনাকে ফ্রি সার্ভিস দিবে কিন্তু আপনি দ্বন্দে পড়ে যাবেন! সার্ভিসটাকি আসলেই ফ্রি! আমি তায় ইমতিদার একটা উপাধি দিয়েছিলাম তা হল, " পুঁজিবাদের দালাল।" নাহিম ভাই আজও হাসেন শ্বব্দটার কথা মনে হলে, আসলেইতো, আধুনিক প্রযুক্তি যুগের এমন কোন উপদান পাওয়া যাবেনা যার আপডেট ভার্সণ ইমতিদার জানা থাকবেনা হা হা হা।

চলবে......

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File