- তিড়িংবিড়িং
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০১ আগস্ট, ২০১৬, ১২:০২:৫১ দুপুর
তিড়িং বিড়িং নেচে বাছুর
দুধ খেয়ে যায়
আয়রে বাছুর ডাকছে গাভী
বেলা'যে আর নাই।
এদিকে যায়, সেদিকে যায়
সে'কি কথা শুনে?
শখ হলো তার আসবে ঘুরে
দিল্লী না'হয় পুনে।
ফিরছে পাখী সাঁজ আকাশে
জোনাক পোকার দল
কালকে না'হয় সিডনি যাবি
আজকে ঘরে চল।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন