..ফুল..
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৭ মার্চ, ২০১৩, ০৫:৫৪:১৯ বিকাল
ফুল কেনা হয়নি কখনো
দেয়া নেয়ার লোক ছিলনা
ফুলের ঘ্রাণ পাইনি কখনো
হয়তো আমার মন ছিলনা
@
ফুলকে যারা ভালবেসে
দেয়া নেয়ার হয়েছে মন
কোথায় তারা গিয়েছে ভেসে
হারানো ব্যাথায় প্রিয়জন
@
ফুল কেনা হয়নি কখনো
হয়তো আমার মন ছিলনা
মন দেয়া হয়নি কখনো
হয়তো কেউ চাইছিলনা
@
তবুও আজ কিনেই নিলাম ফুল
হয়তো দেয়ার মন পাবনা খুঁজে
হোকনা নাহয় একটুখানি ভুল
মনে মনে ভেবে নেব চোখ বুজে
বিষয়: বিবিধ
৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন