- লোডশেডিং
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৪ মে, ২০১৬, ০৮:০১:২০ রাত
যাবে যদি আসো কেন
থেকে গেলে পারো
কেন মিছে যাওয়া আসা
ভাল্লাগেনা কারো।
গরমে যখন অস্থির লাগে
দম নিতে দায়
তখন তোমার বলার পালা
এবার তবে যাই।
বউ শ্বাশুড়ির চুলোচুলি
সিরিয়াল যখন জমে
ভয়ে থাকি যাবে নাকি
আটকে যায় দমে।
মাসের শেষে ঠিকই তোমার
উৎকণ্ঠার বিল
কোন মাসে হয়না দেখা
টাকার অংকে মিল।
সরকার বলে এক্সপোর্ট এবার
করবে সোনার দেশ
তবুও তোমার যাওয়া আসার
চলছে খেলা বেশ।
অবস্থা বুঝে বিদ্যুৎমন্ত্রী
বাড়িয়ে দেয় দাম
সইছেনা আর তোর জ্বালাতন
পারলে এবার থাম।
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেএএএএই যে সন্ধ্যায় গিয়েছে
এখনো চেহেরা দেখানোর নাম গন্ধ নাই। আল্লাহ তা’আলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আমীন
মন্তব্য করতে লগইন করুন