- প্রেম

লিখেছেন লিখেছেন অন্য চোখে ০১ মে, ২০১৬, ১২:১৯:৪০ দুপুর

মহাশূণ্য থেকে পৃথিবী দেখি

ধূলোবালি কণা

কোথায় আমার অবস্থান

ধর্না দিলনা।

এতো ক্ষুদ্র হায় পৃথিবী

আরো ক্ষুদ্র জন

দুইহাত জমিন দখল করে

ভাবে যক্ষের ধন।

আরো দূরে গিয়ে তোমাকে দেখি

দিলেনাতো ধরা

হিসেবগুলো গোলমাল করে

বাড়ে মনো ক্ষরা।

সবার উপরে মানুষ সত্য

ভুল ছিল তা জানা

সত্য তুমি নিরাকার খোদা

প্রেমে হলাম ফানা।

বিষয়: বিবিধ

৭৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367662
০১ মে ২০১৬ বিকাল ০৪:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা সবাই ক্ষুদ্র!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File