- মাছের রাজা ইলিশ
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৩ এপ্রিল, ২০১৬, ০৬:৫৩:১৪ সন্ধ্যা
ইলিশের মতো দেখতে
আসলে তা নয়
চৌক্কা মাছ ঘুরছে
সারা বাজারময়।
কেনার আগে দেখুন
সার্ডিন নাকি ইলিশ
দামে কিনে ঠকে
ভিজবে শেষে বালিশ।
আসুন তবে দেখি
চেনার কি উপায়
চোখের দিকে তাকান
কি বোঝা যায়?
ইলিশ মাছের চোখ
দেখলেই মায়া লাগে
ভাবনা উদয় হবে
মাথা খাবো আগে।
চৌক্কা হ্যাংলা পাতলা
সার্ডিনের পেট মোটা
গড়নগাড়ন দেখে
মিলবে হাজার ছুতা।
ইলিশ মাছের রাজা
বলছিলামকি তায়
বুঝেশুনে কিনে
আসল ইলিশ খাই।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন